আলিপুরদুয়ার: আসন্ন ছটপুজোকে (Chhath Puja) নিয়ে প্রশাসনিক তাৎপরতা আলিপুরদুয়ারে (Alipurduar)। শনিবার পুলিশ, পুরসভা সহ বন দফতরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মহকুমাশাসক বিপ্লব সরকার। সূত্রের খবর, নির্বিঘ্নে ছটপুজো সম্পন্ন করার লক্ষ্যে জেলার প্রতিটি ঘাটে বেশ কিছু ব্যবস্থা রাখবে জেলা প্রশাসন। প্রতি ঘাটে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী থেকে শুরু করে উপস্থিত থাকবেন পুলিশ কর্মীরা। এছাড়াও পুরসভার অন্তর্গত ঘাটে রাখা হবে নৌক,নদীর ঘাটে বেশ কিছুটা জায়গা জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রচুর সেচ্ছাসেবক রাখা হবে।
ছট-ঘাটে যখন তখন চলে আসছে হাতি। যা দেখে চিন্তিত পুণ্যার্থী থেকে শুরু করে বনকর্মীরা। দিনের বেলাতেও একটি বুনো হাতিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ছটঘাটে। ফলে আতঙ্ক বেড়েছে। বক্সার জঙ্গল লাগোয়া এলাকার ঘাটগুলিতে নির্বিঘ্নে ছটপুজো সম্পন্ন করতে বন দফতরকে ( Forest Department) সজাগ থাকতে অনুরোধ করেছে জেলা প্রশাসন। কারণ এই ধান পাকার মরসুমে প্রায় প্রতিদিনই হাতি চলে আসছে লোকালয়ে। এই ছটঘাটে পুজোর জন্য হাজির হন প্রায় পাঁচ হাজার মানুষ। যেভাবে বুনো হাতি ঘাটের পাশে ঘুরে বেড়চ্ছে তাতে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। পুজো যাতে নির্বিঘ্নে হয় তার জন্য বনকর্মীদের কাছে সব সময় টহলের অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: জলপাইগুড়িতে স্ক্রাব টাইফাসে আক্রান্ত ১, আতঙ্কে শহরবাসী
প্রস্তুুতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার বিভিন্ন ঘাট পরিদর্শন করেন মহকুমাশাসক বিপ্লব সরকার। আলিপুরদুয়ার শহরের কালজানি, ডিমা, রায়ডাক নদীর ঘাট গুলোতে ছট পুজোর জন্য ভীড় হয় দর্শনার্থীদের। জেলা প্রশাসনের গৃহীত ব্যবস্থাপনায় খুশি পুজো উদ্যোক্তারা। এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার বলেন,আজকে পুলিশ প্রশাসন,পুরসভা,বনদফতর সহ ঘাট কমিটির সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠক করা হয়েছে।ছট পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন সমস্ত ব্যবস্থা করেছে।
আরও অন্য খবর দেখুন