আমেদাবাদ: অস্ট্রেলিয়ার (Australlia) জন্য সবচেয়ে বড় হুমকি ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। শামির ত্রাসে কাঁপছে অস্ট্রেলিয়া উপমহাদেশ। শামি ভারতকে বিশ্বকাপের (World Cup) স্বপ্ন দেখাচ্ছে। ৩৩ বছরের এই জোরে বোলারের দিকে তাকিয়ে বিশ্ব। এখন প্রশ্ন শামিকে কীভাবে ট্যাকল করবে অস্ট্রেলিয়া? য়া নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে। সেমিফাইনালেই ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারতের শামি।
এবার খোদ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্বীকার করলেন শামিকে নিয়ে তাঁরা চিন্তিত। প্যাট কামিন্স এক সাক্ষাৎকারে খোলাখুলি বলতে বাধ্য হলেন একজন ভারতীয় তারকা তাঁদের কাছে সব থেকে বড় হুমকির। তিনি হলেন মহম্মদ শামি। কামিন্স বলেন, মহম্মদ শামি বড় চিন্তার বিষয়। ভারতীয় টিম সব দিক দিয়েই ভালো।
আরও পড়ুন: এখনও বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ পাননি সৌরভ!
তবে কামিন্স বলেছেন, আমাদের টিমে ৬-৭ জন এমন রয়েছেন যাঁদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। তাঁরা এর স্বাদ জানেন। ফলে আমরা আরও সাহসী। তবে নিজের দেশে বিশ্বকাপ হওয়ার কিছু সুবিধা ভারতীয় টিমের রয়েছে। আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি।
এখন সবার চোখ রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০০৩ সালের পর ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ফের মুখোমুখি। এখন দেখার ২০ বছর পরে ভারত কি ফাইনালে বদলা নিতে পারবে?
আরও খবর দেখুন