Placeholder canvas
HomeIPL 2024এখনও বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ পাননি সৌরভ!

এখনও বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ পাননি সৌরভ!

আমেদাবাদ: গড়াপেটা কেলেঙ্কারির অন্ধকারময় অধ্যায় থেকে বের করে আলোর পথে নিয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে। ২০০৩ বিশ্বকাপে রানার্স আপ দলের অধিনায়ক, এক বছর আগেও বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন তিনি। এহেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli) এখনও বিশ্বকাপ ফাইনাল (World Cup Final 2023) দেখতে যাওয়ার আমন্ত্রণ পেলেন না। অথচ ফাইনাল শুরু হতে বাকি আর মাত্র ২৪ ঘণ্টা।

এই মুহূর্তে আমেদাবাদেই রয়েছেন সৌরভ। আইসিসির এক বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, আইসিসির টেকনিক্যাল কমিটির সদস্য তিনি। এখনও পর্যন্ত তাঁর কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র এসে পৌঁছয়নি। শেষমেশ যদি আমন্ত্রণ না পান তাহলে সম্ভবত রবিবার সকালের বিমান ধরে কলকাতায় ফিরে আসবেন তিনি। তা খুবই বিস্ময়কর এবং বিতর্কিত ঘটনা হয়ে উঠবে। একে তো তাঁর দাদা সিএবির প্রধান, তার উপর বোর্ডের সঙ্গে তাঁর যথেষ্ট সদ্ভাব রয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপজয়ী অধিনায়করা থাকবেন ফাইনালে, ইমরান জেলেই

এখানে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, সৌরভের হাত ধরেই ভারতীয় দলের হেড কোচ হয়েছিলেন রাহুল দ্রাবিড়। রোহিত শর্মাকে অধিনায়কও তিনিই করেছিলেন। আজ রাহুল-রোহিত জুটি তুমুল প্রশংসা পাচ্ছে। অথচ এই জুটির কারিগর সৌরভের প্রতিই কি অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে?

এমনিতে আইসিসির আমন্ত্রণে স্টার স্পোর্টস-এর ধারাভাষ্যকার হিসেবে মাঠে যেতেই পারেন সৌরভ। কিন্তু তা সম্পূর্ণ আলাদা বিষয়। একজন প্রাক্তন প্রেসিডেন্টকে আমন্ত্রণ পাঠাতে পারছে না কেন বিসিসিআই? যেখানে সিএবির সভাপতি, সচিবদের কাছে ইমেল পৌঁছে গিয়েছে সেখানে সৌরভের ক্ষেত্রে কী হল। বিশেষজ্ঞ মহল অবশ্য মনে করছে, ভুলবশত বা কমিউনিকেশনের অভাবে এই ঘটনা ঘটে গিয়েছে। সৌরভ আমন্ত্রণ পাবেন। কী হয় এখন সেটাই দেখার।

Sourav Ganguly | বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ পাননি সৌরভ গাঙ্গুলি

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments