Placeholder canvas

Placeholder canvas
HomeScrollযাদবপুরে বাম সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা

যাদবপুরে বাম সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা

পুলিশের সঙ্গে বচসায় জড়াল মিছিলকারীরা

Follow Us :

কলকাতা: অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) । অযোধ্যা রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration)হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতে। তখন কলকাতায় দফায় দফায় বাম ছাত্র সংগঠনের সঙ্গে হাতাহাতিতে জড়াল এবিভিপির সমর্থকরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনে বাম সংগঠনের সম্প্রীতি মিছিল ঘিরে উত্তেজনা (Chaos) ছড়াল। পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বচসায় জড়াল মিছিলকারীরা।

আরও পড়ুন: সিপিএমের মুখপত্রে মমতার সংহতি মিছিলের প্রশংসা প্রাক্তন মুখ্যসচিবের

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গান্ধীভবনের বাইরে জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে ক্যাম্পাসে রামমন্দিরের উদ্বোধন সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার লাইভ স্ট্রিমিং করতে বাধা দেওয়ার অভিযোগ। তারপরই ক্যাম্পাসে এবিভিপির ছাত্র সংগঠন দিতে থাকেন রাম-রাম স্লোগান। উল্টো দিক থেকে এগিয়ে আসেন বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা। তারাও ইনকিলাব স্লোগান তোলেন। গেট আটকানোর অভিযোগ। জোর করে বাধা উপেক্ষা করে ভিতরে ঢুকে স্লোগান, পাল্টা স্লোগানে দেয় এফআইআইয়ের। দুপক্ষের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল। ক্যাম্পাসের ভিতরেই কার্যত ধস্তাধস্তি হাতাহাতি বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন অধ্যাপকরাও।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular