বনগাঁ: সীমান্তে ফের কোটি টাকার সোনা আটক। গ্রেফতার এক। বাংলাদেশ থেকে ভারতে সোনা পচারের চেষ্টা করায় ভারতীয় এক ব্যাক্তিকে গ্রেফতার করল বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম প্রসেনজিৎ মণ্ডল। তার কাছ থেকে দুটি সোনার ইট ও ৩৯টি সোনার বিষ্টুট উদ্ধার হয়েছে। যার ওজন ৪ কেজি ৮২৯ গ্রাম সোনার। জানা গিয়েছে, তল্লাশিতে পাওয়া ওই সোনার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৯ লক্ষ ৭০ হাজার ২৭৩ টাকা।
বিএসএফ সূত্রে জানাগিয়েছে, রবিবার বনগাঁর আংরাইল সীমান্তের ইছামতী নদীর দিক থেকে তিন জন ভারতে প্রবেশ করছিল। তা দেখে বিএসএফ তাদের তাড়া করে। এবং এক জনকে ধরে ফেলে। বাকিরা ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ধৃতকে তল্লাশি চালিয়ে এই বিপুল টাকার সোনা উদ্ধার হয়।
আরও পড়ুন: সিপিএমের মুখপত্রে মমতার সংহতি মিছিলের প্রশংসা প্রাক্তন মুখ্যসচিবের
উদ্ধার হওয়া সোনা সহ ধৃতকে বিএসএফের পক্ষ থেকে কলকাতা ডিআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: