Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমিগজাউম ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ, বিপর্যস্ত চেন্নাই, মৃত ১৭

মিগজাউম ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ, বিপর্যস্ত চেন্নাই, মৃত ১৭

পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য কেন্দ্রে কাছে আর্থিক সাহায্যের দাবি, ডিএমকে সরকারের

Follow Us :

চেন্নাই: স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Migzaum)। ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে বাপাটলা উপকূলে ঝড়ের ল্যান্ডফল। তামিলনাড়ুতে (Tamil Nadu) ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’-র প্রভাবে প্রবল বৃষ্টিতে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে (Tamil Nadu) ব্যাপক ক্ষয়ক্ষতি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করেছে৷ ঘূর্ণিঝড়ের জেরে ৫৫০টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। ভিস্তারা বাতিল করে ১০টি উড়ান। সব মিলিয়ে চেন্নাইকে সংযোগকারী ১০০০টি উড়ান বাতিল হয় গতকাল। বাতিল করা হয়েছে বাংলা থেকে দক্ষিণ চেন্নাইগামী সব দূরপাল্লা ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

আইএমডি অনুসারে, ঘূর্ণিঝড় ল্যান্ডফল প্রক্রিয়া এখন শেষ হয়েছে। উত্তর দিকে সরে যেতে পারে এবং ঘূর্ণিঝড়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় গুলাবের পর দুই বছরের মধ্যে এটিই প্রথম ঘূর্ণিঝড় যা উপকূল অতিক্রম করেছে। এদিকে, চেন্নাইতে এখনও পর্যন্ত বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় কমপক্ষে ১২ জন মারা গিয়েছে, কারণ ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টির কারণে শহরটি থেমে গিয়েছে। কোথাও হাঁটুসমান জল, কোথাও কোমরসমান। রাস্তা যেন নদী। চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেটে সমস্ত স্কুল এবং কলেজে আগেই ছুটি ঘোষণা করেছিল তামিলনাড়ু সরকার। চেন্নাইয়ে গিয়ে বন্যার কবলে পড়েছিলেন বলিউড অভিনেতা আমির খানও। অবশেষে নৌকায় করে উদ্ধার করা হল বলিউড তারকাকে।

আরও পড়ুন: নিজের ঘরেই গুলিতে হত করণী সেনা প্রধান

তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রাজ্যে। তামিলনাড়ু থেকে ধীরে ধীরে ঝড় সরতে শুরু করেছে পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে। রাজ্যের ৮০ শতাংশ জায়গায় পুনরায় বিদ্যুৎ সংযোগ ফেরত এসেছে। ৭০ শতাংশ মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। ঘূণিঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর একাধিক জেলা। কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষতিগ্রস্ত এলাকাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরাতে পরিকাঠামো পুনর্নির্মাণের ও ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্যের জন্য ৫ হাজার কোটি টাকা চেয়েছে।

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যে অন্ধ্র ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি জলমগ্ন হওয়ার পাশাপাশি ভাসছে বিমানবন্দরও। অন্ধ্র প্রদেশের ৮ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে, তিরুপতি, নেল্লোর, প্রকাসাম, বাপাতলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাড়া। ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকাগুলির উপর নজরদারি এবং দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলবর্তী গ্রামগুলিতে বসবাসকারী প্রচুর মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৩০০টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানান তিনি। পুদুচেরির উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ঘোরাফেরায় বিধিনিষেধ রয়েছে। ওড়িশা, বাংলাতেও আজ ভারী বৃষ্টি হবে জায়গায় জায়গায়। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি থাকবে আজ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
৪টেয় চারদিক | সব সাধু সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? : মমতা
59:07
Video thumbnail
Narendra Modi | বিষ্ণুপুরে মোদির সভা, কী বললেন দেখুন ভিডিও
25:00
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | রবিবাসরীয় বঙ্গ সফরে নরেন্দ্র মোদি
02:18
Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
06:36:36
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | ভাঙা হয়েছিল অবৈধ দোকান, এবার শুরু নতুন দোকানঘর বানানোর কাজ
02:15
Video thumbnail
Kunar Hembram | বিজেপির বিদায়ী সাংসদ তৃণমূলে, জোড়া ফুলে যোগ কুনার হেমব্রমের
04:06
Video thumbnail
Narendra Modi | ভোট প্রচারে মেগা-রবিবার, পুরুলিয়ায় ভোটপ্রচারে মোদি
03:22
Video thumbnail
Arjun Singh | 'BJP প্রার্থীর দ্বিতীয় স্ত্রী', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
00:26
Video thumbnail
Sandeskhali | নাবালিকাকে 'শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা', সন্দেশখালিতে ফের নির্যাতনের অভিযোগ
01:09
Video thumbnail
Top News | আপের 'জেল ভরো' কর্মসূচি, কেজরিওয়ালের সমর্থনে রাজধানীর পথে আপ
34:49