উত্তর ২৪ পরগনা: কল আছে জল নেই , তাই জলের (Drinking Water) দাবিতে প্ল্যাকাট হাতে নিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের। বসিরহাটের হিঙ্গলগঞ্জের (Hingalganj of Basirhat) সান্ডেলবিল এলাকার ঘটনা। শনিবার এলাকার মহিলারা প্ল্যাকাট হাতে নিয়ে কলসি নিয়ে বিক্ষোভ দেখান। কারণ এই সান্ডেলবিল পঞ্চায়েতের তিনটি গ্রামের যথা স্যান্ডেলবিল , ১৩ নম্বর আম্বেরিয়া ১৪ নাম্বার প্রায় পাঁচ হাজার মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের দারস্থ হেয়ও হয়নি কোনও লাভ।
আরও পড়ুন:হোয়াট্সঅ্যাপে চাকরি প্রতারণা, ব্ল্যাকমেলের অভিযোগ
প্রায় দু বছর ধরে বছর কল বসানো আছে, কিন্তু তা জল নেই। দীর্ঘ দিন ধরে বিকল হয়ে রয়েছে পানীয় জলের কল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পাইপ আছে , কল আছে , কিন্তু তাতে জল পড়ে না ।বহুদূর থেকে জল নিয়ে আসতে হয় মানুষদের। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে এদিন এলাকার মহিলারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান । এই বিষয়ে স্যান্ডেলবিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন, যে পাইপলাইন পাতা হয়েছিল সেটা অনেক উঁচু হয়ে গিয়েছিল সেই কারণে জল যাচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা মিটিং করেছি। এবং টেন্ডার হয়ে গিয়েছে খুব শীঘ্রই জলের সমস্যা মেটানোর জন্য টিউবওয়েল বসবে ।
আরও অন্য খবর দেখুন