নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ফের সমন পাঠাল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বুধবার আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নতুন সমন জারি করেছে। এই নিয়ে এই নিয়ে পঞ্চম বার সমন পাঠানো হল তাঁকে। শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে প্রথমবার হাজিরা দিলেও, পরের তিনবার ইডির ডাকে সাড়া দেননি। ২ নভেম্বর, ২১ ডিসেম্বর, ৩ জানুয়ারি, ১৩ জানুয়ারি সমন পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। এ বারও তিনি হাজিরা না দিলে, তাঁর বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির র্যাডারে কেজরিওয়াল। এর আগে চারবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। কখলও মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্তার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছেন। তো কখনও ১০ দিনের উপাসনায় যোগ দেওয়ার কথা জানিয়ে সমন এড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন: জ্ঞানবাপীর সিল করা তহখানায় হিন্দুদের পুজোর অনুমতি আদালতের
দিল্লির মুখ্যমন্ত্রী অস্বীকার করেছেন পরিবর্তে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে গোয়া চলে গিয়েছেন। কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সমনকে বেআইনি বলে দাবি করেন। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। রাজনৈতিক প্রতিহিংসার জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করে বিজেপি বিরোধীদের কন্ঠ রোধের চেষ্টা করেছে। লোকসভা নির্বাচনের প্রচারে তাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে। ইডির আতশ কাঁচের তলায় রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren)। বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও, লালুপ্রসাদ যাদবও। সব মিলিয়ে লোকসভার আগে ইন্ডিয়া জোটের (INDIA Allaince) উপর চাপ বাড়ছে।
আরও অন্য খবর দেখুন