কলকাতা: অনুরাগীদের নতুন মিউজিক ভিডিও উপহার দিচ্ছেন রূপম ইসলাম (Rupam Islam)। সৌম্য ঋত (Soumya Rit)-এর কথায় ও সুরে নতুন মিউজিক ভিডিও (Music Video) ‘আবার অরণ্যে’-এ কণ্ঠ মেলালেন রূপম।
মিউজিক ভিডিওর প্রযোজনায় প্রতীক চক্রবর্তী। প্লুটো মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুব শীঘ্রই আসছে গানটির ভিডিও। মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্ব সামলেছেন জয়ব্রত দাশ।
আরও পড়ুন: কোন সূত্রে ১৬ বছর পর একসঙ্গে মিঠুন-দেবশ্রী!
উত্তরবঙ্গের পাহাড় ঘেরা মনোরম পরিবেশে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। ‘আবার অরণ্যে’-এ তুলে ধরা হবে একটি গল্প। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন আলেকজান্দ্রিয়া টেলর (Alexandria Taylor), শ্রীষ চট্টোপাধ্যায়, আত্মদীপ ঘোষ, মৌলিকা সাজোয়াল ও পায়েল রায়। গানটি মুক্তি পাবে ফেব্রুয়ারির ৮ তারিখে।
আরও খবর দেখুন