Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরাজ্যসভার ভোট ২৭ ফেব্রুয়ারি, বাংলার শূন্য ৫ আসনে প্রার্থী কারা ?

রাজ্যসভার ভোট ২৭ ফেব্রুয়ারি, বাংলার শূন্য ৫ আসনে প্রার্থী কারা ?

মেয়াদ শেষ তৃণমূলের শান্তনু, নাদিমুল, শুভাশিস, আবির এবং কংগ্রেসের অভিষেক মনু সিংভির

Follow Us :

কলকাতা: আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে রাজ্যসভার (Rajya Sabha) মোট ৫৬টি আসনে ভোট। রাজ্যসভায় বাংলার আসন রয়েছে ১৬টি। তার মধ্যে পাঁচটি আসনের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। মেয়াদ শেষের আগেই এই আসনগুলির নির্বাচন সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন ( Election Commission)।

এবার রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তৃণমূলের শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস, নাদিমুল হক এবং শান্তনু সেনের। এছাড়া তৃণমূলের সমর্থনে জেতা প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির কার্যকালের মেয়াদও শেষ হচ্ছে। সাধারণত রাজ্যসভার সাংসদদের কার্যকালের মেয়াদ শেষের সপ্তাহখানেক আগে শূন্য আসনগুলিতে নির্বাচন হয়ে থাকে। এটাই রীতি। এই রীতি মেনেই বাংলার শূন্য পাঁচ আসনে ভোট হবে। ২০২৩ সালে অবশ্য রাজ্যসভার সাংসদদের মেয়াদ শেষের বেশ কিছুদিন আগেই নির্বাচন সেরে ফেলেছিল কমিশন। সেবার তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায় এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের আসন খালি হয়। তাঁদের কার্যকালের মেয়াদ ছিল ২০২৩ সালের ১৮ অগাস্ট পর্যন্ত। কিন্তু সেই মেয়াদ শেষের অনেক আগেই ২৪ জুলাই ওই আসনগুলিতে ভোট করিয়েছিল কমিশন।

আরও পড়ুন: ওরা যাকে দেবতা মানবে, আমাকেও তা মানতে হবে নাকি, প্রশ্ন মমতার

সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। তার আগেই বাংলার পাঁচটি-সহ দেশে রাজ্যসভার ৫৬টি শূন্য আসনে ভোট হবে। এখন দেখার, তৃণমূল তাদের চারটি আসনে নতুনদের নিয়ে আসে কি না। নাকি পুরনোদেরই রেখে দেবে। পঞ্চম আসনটিতে প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকে টিকিট দেওয়ায় প্রদেশ কংগ্রেসের অন্দরে ক্ষোভ ছিল। অভিষেক লব্ধপ্রতিষ্ঠ আইন ব্যবসায়ী। কংগ্রেস নেতা হয়েও তিনি তৃণমূল দল এবং রাজ্য সরকারের হয়ে বহু মামলায় লড়াই করছেন। তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে অনেক নেতাই। এমনকী তাঁরা এ নিয়ে দলের হাইকমান্ডের কাছেও দরবার করেন। শিক্ষায় এবং মেডিক্যালে নিয়োগ দুর্নীতি মামলাতেও সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে মামলায় লড়ছেন তিনি। এই অবস্থায় এবারও তৃণমূল অভিষেককে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় মনোনয়ন দেয় কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। সব কিছুই নির্ভর করছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর। কারণ শেষ কথা বলবেন তিনিই।

আরও অন্য খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular