skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollআয়করে কোনও পরিবর্তন হল না

আয়করে কোনও পরিবর্তন হল না

আয়কর কাঠামো অপরিবর্তিত : নির্মলা

Follow Us :

নয়াদিল্লি: অন্তর্বর্তী বাজেটে (Budget 2024) আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন হল না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nimrla Sitharaman) বলেন, লোকসভা নির্বাচনের বছর, তাই আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনা হল না। নতুন নিয়মে যাঁরা আয়কর জমা দিয়েছেন তাঁদের ধন্যবাদ। প্রত্যক্ষ কর অনেক বেড়েছে। আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২.৪ গুণ। গত বাজেটে দুটো স্কিমের কথা বলা হয়েছিল। পুরনো স্কিমে আয়করের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা ছিল। নতুন স্কিমে ঊর্ধ্বসীমা  ৭ লক্ষ টাকা। এবারও সেই একই পরিকাঠামো বজায় রাখল সরকার।

আরও পড়ুন: মহিলাদের জন্য ‘লাখপতি দিদি’, ঘোষণা নির্মলার

বাজেটে  নির্মলা ঘোষণা করেন,পরোক্ষ করের ক্ষেত্রে জিএসটি করের বোঝা কমিয়েছে। জিএসটির কার্যকর করার ফলে বেড়েছে আয়। দাবি অর্থমন্ত্রীর। আয়কর অপরিবর্তিত থাকল। অপরিবর্তিত থাকবে প্রত্যক্ষ ও পরোক্ষ ট্যাক্স। যারা নতুন নিয়মে আয়কর জমা দিয়েছে তারা আয়ের ৭ লক্ষ পর্যন্ত কোনও কর জমা দেবে না। খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধসীমা ২ কোটি থেকে ৩ কোটি হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে।লোকসভা নির্বাচনের আগে আয়ে করে মিলল না স্বস্তি।

আরও অন্য খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular