নয়াদিল্লি: হরিয়ানা (Haryana) সীমান্তে ফের কৃষকের (Farmer) মৃত্যু। মৃত কৃষকের নাম দর্শন সিংহ (৬২)। যার জেরে কৃষক আন্দোলন আরও তীব্র হয়েছে। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ওই কৃষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হরিয়ানার খনৌরি সীমান্তে বৃহস্পতিবার রাতে অসুস্থ হন ওই কৃষক। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর আট লক্ষ টাকা ঋণের বোঝা ছিল। তিনি দিল্লি চলো আন্দোলনে যোগ দিয়েছিলেন। পাটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। আট একর জমির মালিক ওই কৃষকের আমারগড় গ্রামে বাড়ি। কৃষকের মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে খনৌরি সীমান্তে শুভকরণ সিংয়ের (২১) মৃত্যু হয়েছিল।
গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি চলো আন্দোলনের ডাক দিয়েছেন কৃষক আন্দোলনকারীরা। তাঁদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের পৌঁছে দিতে এই আন্দোলন। ইতিমধ্যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে কৃষকদের। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। দিল্লির উদ্দেশ্যে সীমান্ত পার করার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ কৃষকদের।
আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে লাগাতার আন্দোলনের পথে বিজেপি, কলকাতায় ধরনা
আরও খবর দেখুন