Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভারত-ইংল্যান্ড সিরিজে কী কী রেকর্ড হলো? দেখুন একনজরে
India Vs England 2024

ভারত-ইংল্যান্ড সিরিজে কী কী রেকর্ড হলো? দেখুন একনজরে

রোহিতরা সিরিজ জিতল ৪-১ ব্যবধানে

Follow Us :

ধরমশালা: ভারতের মাটিতে আটকে গেল বাজবলের অশ্বমেধের ঘোড়া। ইংল্যান্ডের কোচ হওয়ার পর এই প্রথম টেস্ট সিরিজ হারলেন ব্রেন্ডন ম্যাকালাম। কার্যত ভারত দুরমুশ করে দিল ইংল্যান্ডকে। ভারতের মাটিতে ৫ ম্যাচের সিরিজ খেলতে এসে প্রথম টেস্টেই জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। তারপর যেন ‘বাজবল’ নিয়ে মাতামাতি আরও বাড়াবাড়ি পর্যায় চলে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্ট থেকেই নিজেদের ছন্দে ফেরে টিম ইন্ডিয়া। পুরোপুরি টিম গেমে প্রতিটা সেশন ধরে এগিয়ে দ্বিতীয় টেস্ট, তারপর তৃতীয় টেস্ট এংব রাঁচিতে ডিসাইডের টেস্ট জিতে ৩-১ করে দিয়ে রোহিত ব্রিগেড। আর শেষ টেস্টে ধরমশালায় বাজবল-কে একেবারে মাঠের বাইরে পাঠিয়ে ইনিংস ও ৬৪ রানে ম্যাচ জেতে ভারত। সেই সঙ্গে রোহিতরা সিরিজ জিতল ৪-১ ব্যবধানে।

আরও পড়ুন: সিরিজ জয় ৪-১ ব্যবধানে, ‘বাজবল’কে পিষে দিল ভারতের টিম গেম

এবার একনজরে দেখে নেওয়া যাক এই সিরিজে কী কী রেকর্ড হলো –

১) জসস্বী জসওয়াল এক সিরিজে ২টো ডবল সেঞ্চুরি করলেন। ২০৯ এবং ২১৪ নট আউট

২) এই সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটাররা। ভারতীয় ব্যাটারদের সেঞ্চুরির সংখ্যা ৭ এবং ইংল্যান্ডের ব্যাটারদের সেঞ্চুরির সংখ্যা ৩

৩) সবচেয়ে বেশি পাঁচ উইকেট পেয়েছে ভারতীয় বোলাররা। ৫ বার ভারতীয় বোলাররা আর ইংল্যান্ডের বোলাররা পেয়েছেন ৩ বার

৪) এই সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েছেন জসস্বী জসওয়াল। তাঁর ছয়-এর সংখ্যা – ২৬টি

দেখুন ভিডিও:

 

RELATED ARTICLES

Most Popular