skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollদীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় আইসিডিএস কেন্দ্র
ICDS Centre

দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় আইসিডিএস কেন্দ্র

প্রশাসনের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ

Follow Us :

দাসপুর: দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় (Drinking water problem) রয়েছে আইসিডিএস কেন্দ্র (ICDS Centre)। প্রায় দুই বছর ধরে পানীয় জলের চরম সমস্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর (Daspur in West Medinipur) ১ নম্বর ব্লকের হরিরামপুর ২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা থেকে এলাকাবাসীদের দাবি, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে থাকা টিউবওয়েল সরিয়ে দেওয়া হয়, তারপর থেকে টিউবওয়েলটি পুনরায় চালু করার ব্যবস্থা কেউ করেনি। তার জেরে দিন দিন বাড়ছে পানীয় জলের সংঙ্কট। তাই স্থানীয় মানুষজনের বাড়ি থেকে জল এনে চলে শিশুদের রান্না, এমনকি পুকুরের জলে ধোয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যবহৃত জিনিসপত্র। প্রশাসনেক একাধিকবার জানিয়ে কোনও সুরাহা হয়নি। প্রশাসনের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ।

আরও পড়ুন: সন্দেশখালি উত্তাল, শাহজাহানদের গ্রেফতারের দাবিতে ফের বিক্ষোভ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে দায় ঠেলে দায় সারতে ব্যস্ত। সকলের দাবি, দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে জলের ব্যবস্থা করুক। এই ঘটনায় উল্টে অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে দায় ঠেলেছেন দাসপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র। তার দাবি “সজল ধারা প্রকল্পের পাম্প বসানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বিদ্যুতের বিল দেবে না বলেই জানিয়েছে। তাই সজল ধরার পাম্প বসানো হয়নি, যার জেরে চরম পানীয়জলের জন্য হয়রানির শিকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি”। এই কেন্দ্রে পানীয়জলের সমস্যার সমাধান হোক চাইছেন অভিভাবক থেকে এলাকাবাসী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular