Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Illegal Construction

সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৫ দিনের মধ্যে পুরসভা ভেঙে ফেলবে, ঘোষণা চেয়ারম্যানের

Follow Us :

চন্দ্রকোনা: বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণের ( Illegal Construction) অভিযোগ শিক্ষক দম্পতির মেয়ের বিরুদ্ধে। এনিয়ে পুরসভা সহ একাধিক সরকারি দফতরে লিখিত অভিযোগ জানিয়েও বেদখল হওয়া জায়গা পুনরুদ্ধার না হওয়ায় বিক্ষোভে সামিল এলাকাবাসী। ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ ভেঙে সরকারি জায়গা পুনরুদ্ধার করা হবে দাবি পুরসভার। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত পুরসভা ও শাসকদলকে তীব্র কটাক্ষ বিজেপির। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চন্দ্রকোনায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)জেলার চন্দ্রকোনা পুরসভার (Chandrakona Municipality) ৭ নম্বর ওয়ার্ড গোপালপুর এলাকার।

সূত্রের খবর, চন্দ্রকোনা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকার বাসিন্দা বিজয় কৃষ্ণ দোলুই এবং মাধবী দোলুই। দুইজনেই পেশায় শিক্ষক সরকারি চাকুরীজীবী। তাদের মেয়ে বীথিকা দোলুই পুরসভার হাউস ফর অল প্রকল্পে বাড়ি পেয়েছে। সেই বাড়ির প্রাচীর নির্মাণ হয়েছে পুরসভার সরকারি জমিতে। সরকারি জায়গা দখল করে সরকারি বাড়ি নির্মানের অভিযোগ তুলে এলাকার মানুষজন একাধিকবার। চন্দ্রকোনা পুরসভাতে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ জানানোর পরেও কোন পদক্ষেপ না নেওয়ায় চন্দ্রকোনা পুরসভাতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্দাথানীয়দের দাবি, বিথীকা দোলুই বর্তমানে সাত নম্বর ওয়ার্ড গোপালপুর এলাকায় থাকে না।  বিথীকা দোলুইয়ের বিয়ে পরে শ্বশুর বাড়িতে থাকে, যা অন্যত্র। এলাকার মানুষের দাবি ওই জায়গার পাশে থাকা গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের কাজে লাগবে। স্কুলের স্বার্থে ওই জায়গা আগে ব্যবহার হত। বেআইনিভাবে বাড়ির প্রাচীর নির্মাণ হওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবারও পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৩)

জানা গিয়েছে, এলাকাবাসী পুরসভার চেয়ারম্যানের রুমের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হওয়ার পরেই জরুরী ভিত্তিতে সমস্ত কাউন্সিলর ও পুর আধিকারিকদের নিয়ে বৈঠক ডাকেন চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। এ বিষয়ে চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান জানান, আমাকে এর আগেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। আজই ওদের নোটিশ দেওয়া হচ্ছে। ১৫ দিনের মধ্যে কাজ না হলে পুরসভা কঠোর ব্যবস্থা নেবে। যদিও পুরসভার জায়গা দখল করে বাড়ি নির্মাণকে তীব্র ভাবে কটাক্ষ করেছে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুদীপ কুশারি। তিনি তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন,শাসকদলকেও আক্রমণ শানিয়েছেন তিনি। বিজেপি নেতা বলেন,তৃণমূল মানেই চোর,শাসকদলের নেতারা কাটমানি নিচ্ছে আর বিভিন্ন লোককে সরকারি সম্পত্তি হস্তান্তর করছে।

আরও পড়ুন: রয়েছে পুরনো রাস্তা, তবে খাতায়-কলমে তৈরি হয়েছে নতুন রাস্তা

সূত্রের খবর, ইতিমধ্যে ওই বিতর্কিত জায়গা ভূমি দফতরের তরফে খতিয়ে দেখেছে। পুরসভাকে রিপোর্টে জানানো হয়েছে ওই জায়গায় নির্মাণ কাজ চলছে তাতে সরকারি জায়গাও রয়েছে। এলাকাবাসী চাইছেন নির্মাণ কাজে সরকারি জায়গা পড়া সত্বেও পুরসভা বেআইনি নির্মাণ ভাঙার কোনও উদ্যোগ নেয়নি। অবিলম্বে ওই নির্মাণ ভেঙে স্কুলের স্বার্থে সরকারি জায়গা পুনরুদ্ধার করুক পুরসভা দাবি এলাকাবাসীর। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক দম্পতি পরিবারের তরফে মাধবী দোলুইয়ের দাবি,”তার মেয়ে পুরসভা থেকে বাড়ি পেয়ে বাড়ি নির্মাণ করছে নাচের স্কুল করার জন্য,তাকে তারা জায়গাটি দানপত্র করে দিয়েছে। তবে সরকারি জায়গায় নির্মাণ কাজ হচ্ছে মানতে নারাজ ওই শিক্ষক দম্পতি। শিক্ষক দম্পতি বিষয়টি এড়িয়ে গেলেও চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান অবশ্য মেনে নিয়েছেন পুরসভা মেপে দেখেছে সরকারি জায়গার কিছুটা অংশ দখল করে নির্মাণ কাজ হয়েছে। মালিক পক্ষ না ভাঙলে নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে পুরসভা ভেঙে ফেলবে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53