skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollচিনুন করোনা ভাইরাসের নতুন উপরূপ
Corona Virus

চিনুন করোনা ভাইরাসের নতুন উপরূপ

ওমিক্রন ভাইরাসের নতুন উপরূপ কেপি.২, যার নাম ফ্লার্ট

Follow Us :

নয়াদিল্লি: দেশ, বিদেশে থাবা বসাচ্ছে করোনার (Corona) নতুন ভাইরাস? আমেরিকা থেকে মহারাষ্ট্র যাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিষয়টি জেনে নেওয়া যাক।করোনার ওমিক্রন ভাইরাসের নতুন উপরূপ কেপি.২। যার নাম ফ্লার্ট। আমেরিকায় এই ভাইরাসের প্রচুর সংক্রমণ হয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯১ জন এই ভারাসে সংক্রামিত হয়েছেন। পুণেতে ৫১ জন আক্রান্ত। থানেতে ২০ জন আক্রান্ত।

উপরূপ ফ্লার্টে গলায় ব্যথা হয়। একটানা কাশি, শরীরে যন্ত্রণা, শ্বাস নিতে কষ্ট হওয়া, দুর্বলতা এর প্রধান উপসর্গ। তাছাড়া ডায়রিয়া, বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা হয়। তাই চিকিৎসকের কথা মতো চলা জরুরি। নিয়ম অনুযায়ী, এক্ষেত্রেও করোনার মতো সুরক্ষাবিধি মেনে চলার কথা। অন্তত তা মেনে চলা সম্ভব না হলেও সতর্ক থাকতে হবে। অসুস্থতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন: চোর বললে মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular