ম্যাঞ্চেস্টার: মরসুম শেষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়বেন রাফায়েল ভারানে (Raphael Varane)। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় জানিয়ে দিলেন তিনি। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে ম্যান ইউতে যোগ দিয়েছিলেন এই তারকা সেন্টার ব্যাক। ততদিনে একাধিকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UCL) এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপ (FIFA World Cup) জেতা হয়ে গিয়েছিল তাঁর। রিয়াল সতীর্থ ক্যাসেমিরোর মতোই নতুন চ্যালেঞ্জের সন্ধানে এসেছিলেন ভারানে।
মঙ্গলবার (১৪ মে) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, “কয়েক বছর এই স্পেশ্যাল ক্লাবের হয়ে খেলা এবং এই জার্সি পরা দুর্দান্ত ছিল। আমি এই ক্লাব এবং তার সমর্থকদের ভালোবেসে ফেলেছিলাম। প্রথমবার যখন ম্যান ইউ খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডে আসি, পরিবেশটা অসাধারণ ছিল।”
আরও পড়ুন: হার্দিকের সমালোচনা করার ডিভিলিয়ার্স কে? বিস্ফোরক গম্ভীর
Thank you for everything, @ManUtd ❤️ pic.twitter.com/4nwJxk4ddf
— Raphaël Varane (@raphaelvarane) May 14, 2024
ভারানে এও জানান, এই মরসুম কঠিন হলেও উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে ম্যান ইউয়ের জন্য। নতুন মালিক দারুণ পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি নিয়ে এসেছে। ফরাসি তারকা এও জানান, মরসুমের শেষ হোম ম্যাচে (১৬ মে নিউকাসলের বিরুদ্ধে) তিনি দর্শকদের কাছে বিদায় নেবেন।
ম্যান ইউ সমর্থকদের আক্ষেপ, রিয়াল মাদ্রিদে যে ভারানেকে দেখা গিয়েছিল ম্যাঞ্চেস্টারে তার সিকিভাগকেও পাওয়া যায়নি। অধিকাংশ সময়েই চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তিনি। এই মুহূর্তেও চোটেই আছেন ৩১ বছর বয়সি ডিফেন্ডার। প্রিমিয়ার লিগে (Premier League) ম্যান ইউ আরও দুটি ম্যাচ খেলবে। ২৫ মে এফএ কাপ (FA Cup) ফাইনালও আছে। কিন্তু তাঁকে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
দেখুন অন্য খবর: