Placeholder canvas

Placeholder canvas
HomeScrollস্বামীকে সরিয়ে দেওয়ায় কমিশনকে তোপ লাভলীর
Lok Sabha Election 2024

স্বামীকে সরিয়ে দেওয়ায় কমিশনকে তোপ লাভলীর

কমিশন ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে চলে, মন্তব্য তৃণমূল বিধায়কের

Follow Us :

সোনারপুর: পুলিশ অফিসার স্বামীকে সরিয়ে দেওয়ায় নির্বাচন কমিশনকে ( Election Commission) তোপ দাগলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র (Trinamool MLA Lovely Maitra)। তার স্বামীকে সরানো স্বাভাবিক ও পূর্ব পরিকল্পিত বলে নির্বাচন কমিশনকে তোপ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়কের। নির্বাচন কমিশন ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে চলে। নির্বাচন কমিশন যতবার এই সব করবে আমরা ততবার জিতব, দাবি লাভলীর। রাজপুর সোনারপুর পুরসভার ১৯ নাম্বার ওয়ার্ডের সুভাসগ্রাম এলাকায় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে মিছিল করেন লাভলী। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সায়নী ঘোষও (Sayani Ghosh)। মিছিল থেকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ লাভলীর। তিনি বলেন, বিরোধী দলনেতা লিস্ট নিয়ে ঘুরছেন। কাকে কাকে সরাতে হবে সবটাই উনিই ঠিক করে দিচ্ছেন। বাংলার মানুষ আগামী ৪ তারিখ এর জবাব দেবে বলে হুঙ্কার লাভলীর।

আরও পড়ুন: রাজ্যের ১০০ শতাংশ বুথেই থাকবে ওয়েব কাস্টিং, জানাল কমিশন

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি সৌম্য রায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তৃণমূলের বিধায়ক লাভলী মৈত্রর স্বামী সৌম্য রায়। বিধানসভা নির্বাচনের সময়ও সৌম্য রায়কে সরিয়েছিল নির্বাচন কমিশন। বিগত নির্বাচনে যাঁদেরকে নির্বাচন কমিশন সরিয়ে দেয় সাধারণভাবে পরবর্তী নির্বাচনের ক্ষেত্রেও তাঁদেরকে ওই পদে বহাল রাখা হয় না। কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular