Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনজন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার অজয়ের
Maidaan Final Trailer

জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার অজয়ের

প্রকাশ্যে এল 'ময়দান' ছবির ফাইনাল ট্রেলার

Follow Us :

মুম্বই: জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিলেন অজয় দেবগণ (Ajay Devgn Birthday)। প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি ‘ময়দান’-এর ফাইনাল ট্রেলার (Maidaan Final Trailer Out)। মঙ্গলবার অভিনেতার জন্মদিন উপলক্ষে ছবির নির্মাতাদের পক্ষ থেকে অনুরাগীদের চমকে দিয়ে ছবি মুক্তির আগে নতুন এক ঝলক মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি (Syed Abdul Rahim Biopic)। সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় দেখা যাবে অজয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে। নতুন ট্রেলারে দেখা গেল সৈয়দ আব্দুল রহিম দেশের সেই সব নতুন প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করছেন যাঁদের যেকোনও অবস্থানে খেলানো যেতে পারে। এই কাজে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি। বোর্ডরুম মিটিংয়েও অজয় দেবগণকে সকলের চিন্তাভাবনার বিরুদ্ধে যেতে দেখা গেল ট্রেলারে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৪)

স্বাধীনতার ৫ বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভারতের বিরুদ্ধে ময়দানে নামে হাঙ্গেরি। ম্যাচের দিন তুমুল বৃষ্টিতে ভিজে যায় পুরো ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো আর বিপরীতে খালি পায়ে ভারতীয় ফুটবলাররা। এই প্রেক্ষাপটের কাহিনি উঠে আসবে ছবিতে। সৈয়দ আব্দুল রহিমের নেতৃত্বে কীভাবে ভারত সবার সেরা হয়েছিল সেটাই এই ছবির মূল বিষয়বস্তু।

আরও পড়ুন: আসছে ‘পুষ্পা ২’-এর টিজার, জেনে নিন দিনক্ষণ

অমিত রবীন্দ্রনাথ শর্মা (Amit Ravindernath Sharma) পরিচালিত এই স্পোর্টস ড্রামা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন রুদ্র। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিনেতা গজরাজ রাও। ছবিতে থাকছে বাংলার প্রেক্ষাপট, তৎকালীন কলকাতা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের অফিস, ট্রাম, লিলি বিস্কুটের কথাও। আসন্ন ঈদের মরশুমে ১০ এপ্রিল হিন্দি, তামিল, তেলুগু ও মালায়াম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ময়দান’।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular