কলকাতা: একপেশে ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় বার আইপিএল ট্রফি জিতল কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ের পরই পুরো কেকেআর টিমকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন-
Kolkata Knight Riders’ win has brought about an air of celebration all across Bengal.
I would like to personally congratulate the players, the support staff and the franchise for their record breaking performance in this season of the IPL.
Wishing for more such enchanting…
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2024
প্রসঙ্গত, ২০০৩ বিশ্বকাপের কথা মনে আছে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে কি নিষ্ঠুরভাবে হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিংবা ১৯৯৯? পাকিস্তানকে ১৩২ রানে অল আউট করে ৫০ ওভারে খেলা ২০.১ ওভারে জিতেছিল সেই অস্ট্রেলিয়াই, তাও আবার মাত্র ২ উইকেট হারিয়ে। আইপিএল ২০২৪-এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে দেখে সেই সময়ের অস্ট্রেলিয়ার কথা মনে পড়তে বাধ্য।
আরও পড়ুন: শহরের জায়গায় জায়গায় ভাঙল গাছ, মৃত ১
আইপিএল ফাইনাল এতটা একপেশে আগে হয়েছে? মনে পড়ছে না। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটেছে। লোকজনের দাবি, সবথেকে খারাপ আইপিএল ফাইনাল। সে তাঁদের মনোরঞ্জন হয়তো হয়নি, কিন্তু গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ার সহ কেকেআরের তাতে কিছু যায় আসে না। তিন নম্বর আইপিএল ট্রফিটা ঘরে এসেছে, ইডেন গার্ডেন্সে আসতে চলেছে।
১১৪ করতে গিয়ে শুরুতেই সুনীল নারিন আউট, সামান্য টেনশন হয়েছিল। কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এবং বেঙ্কটেশ আইয়ার সামলে নিলেন। আইয়ার ২৪ বলে ৫০ করলেন, গুরবাজও হাফ-সেঞ্চুরি করতেন, যদি না উদ্ভটভাবে আউট দেওয়া হত। যাই হোক, মাত্র ১০.৩ ওভারে রান তুলে দিয়ে বিজয়ী নাইট রাইডার্স। পরের বছর তাদের জার্সিতে তিনটে তারা থাকবে।
অন্য খবর দেখুন
