Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনিম গাছ থেকে বেরোচ্ছে দুধ, আজব ঘটনা দেখতে ভিড় ঝাড়গ্রামে

নিম গাছ থেকে বেরোচ্ছে দুধ, আজব ঘটনা দেখতে ভিড় ঝাড়গ্রামে

আজব ঘটনা দেখতে ঝাড়গ্রামের গ্রামে ছুটলেন প্রাক্তন মন্ত্রীও

Follow Us :

ঝাড়গ্রাম: নিম গাছ (Neem Tree) থেকে অনবরত বেরিয়ে চলেছে দুধ (Milk)! আর তাতেই হুলুস্থুলু কাণ্ড ঝাড়গ্রামের (Jhargram) লাউড়িয়াদাম গ্রামে। ধুপ দিয়ে পুজো শুরু হয়েছে নিমগাছের। পড়ছে দক্ষিণাও। খবর পেয়ে সকালেই নিম গাছের সাদা দুধ দেখতে ছুটলেন রাজ্যের প্রাক্তন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী চূড়ামণি মাহাতো। ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাউড়িয়াদাম গ্রামে সুবোধ রায় নামে এক গ্রামবাসীর উঠোনে থাকা একটি নিম গাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থ বের হতে থাকে। যা স্থানীয় মানুষজন নিম গাছের দুধ বলে দাবি করতে থাকে। ইতিমধ্যেই আনুমানিক ১২ বছর বয়সি নিম গাছটিকে বাঁশের রেলিং দিয়ে ঘিরে পুজো করা শুরু করেছেন অনেকেই । নিম গাছের গোড়ায় পেতে দেওয়া হয়েছে লাল গামছা । দক্ষিণাও দিচ্ছেন বহু মানুষজন ।

সুবোধ রায়ের স্ত্রী গায়েত্রী রায় বলেন, মকর সংক্রান্তির আগে থেকে নিম গাছটি থেকে জল বেরোতে থাকে। তার কয়েকদিন পর থেকে সাদা দুধের মতো তরল পদার্থ বের হতে থাকে । ঠিক তার কয়েকদিন পর সাদা দুধের মতো তরল পদার্থটি প্রচুর পরিমাণে নিম গাছ থেকে বের হতে থাকে । তার পাশাপাশি গাছটি বুদবুদ শব্দ করে উঠছে মাঝেমধ্যেই । তিনি আরও বলেন, নিম গাছ থেকে দুধ বের হচ্ছে এটা মানুষজন জানার পর প্রতিদিন অনেকে ভিড় করছেন আমার বাড়ির উঠোনে। লাউরিয়াদাম গ্রামের বছর ৬৫-র বাসিন্দা অতুল মাহাতো বলেন, আমাদের গ্রামটি চারিদিক থেকে শাল, জঙ্গলে ঘেরা। এই জঙ্গলে বিভিন্ন গাছ রয়েছে। কখনও গাছ থেকে দুধ বেরোনোর কথা শুনতে পায়নি ও দেখতেও পায়নি । এই বয়সে এসে জীবনে প্রথম দেখলাম নিম গাছের থেকে দুধ বেরোচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো বলেন, নিম গাছ থেকে দুধ বেরোচ্ছে বিষয়টি আজ সকালে আমি শুনলাম । শোনার পরে এখানে এসেছি দেখার জন্য। গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম পুরুলিয়া ও ওড়িশা থেকেও বহু মানুষ খবর পেয়ে বিষয়টি দেখার জন্য এসেছিলেন । অনেকেই ঈশ্বর জ্ঞানে পুজো শুরু করেছেন। তিনি আরও বলেন, কেন এই ধরনের ঘটনা ঘটছে তার প্রশাসনিক পর্যায়ে তদন্ত করা উচিত।

আরও পড়ুন: মালদহে নিখোঁজ স্কুল ছাত্রীর দেহ উদ্ধার

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments