Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024শামি হ্যায় তো মুমকিন হ্যায়, ইংল্যান্ড হারল ১০০ রানে

শামি হ্যায় তো মুমকিন হ্যায়, ইংল্যান্ড হারল ১০০ রানে

Follow Us :

লখনউ: বিশ্বকাপে (World Cup) এই প্রথম টসে হেরে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে আগে ব্যাট করল ভারত (India)। রান চেজ করতে ভারত পছন্দ করে এটা কারোর অজানা নয়। কিন্তু বিশ্বকাপে প্রথমে ব্যাট করে বেশ বেগ পেতে হয় ভারতকে। ভারত ইনিংস শেষ হয় মাত্র ২২৯ রানে। রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদবের ইনিংসের ওপর ভর করে ভারত এই রান করে। শেষে রানের জন্য বুমরা আর কুলদীপের লড়াই ক্রিকেট প্রেমীরা মনে রাখবেন।

তবে শামির এই কামব্যাক মনে রাখবে ক্রিকেট বিশ্ব। সুযোগ পেয়ে প্রথম ম্যাচে ৫ উইকেটের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট। ৭ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট, সঙ্গে ২ ওভার মেডেন।

আরও পড়ুন: ভালো মানুষ হিসেবে আমাকে মনে রাখুক সবাই: ধোনি

আর এই শামিকেই বেঞ্চে বসে থাকতে হয়েছে প্রথম ৪টে ম্যাচে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোন অঙ্কে শামিকে বসিয়ে রেখেছিল একথা তারাই বলতে পারবে। তবে আর যেন ভুল বিচার না হয় সেই আশাই করবে ক্রিকেটপ্রেমীরা।

তবে আজকে শুধু শামি নয়, বুমরার আগুনে বোলিংয় সামলাতে হিমশিম খেয়েছেন ইংল্যান্ডের ব্যাটাররা। একদিকে যখন শামি-বুমরা আগুন ঝরাচ্ছেন তখন অন্যদিকে জাদেজা-কুলদীপ যোগ্য সঙ্গত দিয়েছেন। কিন্তু ছন্নছাড়া লেগেছে মহম্মদ সিরাজকে। তবে শামির বোলিং নিয়ে বলতে গেলে একটা কথাই লিখতে হয়- শামি হ্যায় তো মুমকিন হ্যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular