Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমুকেশ অম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট
Anant Ambani Pre Wedding Ceremony

মুকেশ অম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট

১ মার্চ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে বসছে প্রাক বিয়ের অনুষ্ঠান

Follow Us :

মুম্বই: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি (Anant Ambani)। শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তার জন্য ১ মার্চ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে (Jamnagar) বসছে প্রাক বিয়ের অনুষ্ঠান।

জানা গিয়েছে, অতিথিদের জন্য চার বেলা ভুরি ভোজের আয়োজন রাখা হয়েছে। থাকছে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি, প্যান এশিয়ান খাবার। সকালের জল খাবারে থাকছে ৭৫টি ডিশ। তাতে ২৭৫ রকমের পদ থাকছে। সারারাত অনুষ্ঠান চলবে। রাতের খাবারে থাকছে ৮৫ রকমের পদ।

আরও পড়ুন: পুলিশ শাহজাহানকে ইচ্ছা করে গ্রেফতার করেনি এটা ঠিক নয়, বললেন এডিজি দক্ষিণবঙ্গ

জামনগরে রিলায়েন্স টাউনশিপের কাছে যোগওয়াড গ্রামে শুরু হয়েছে অনন্ত, রাধিকার বিয়ের আগের অনুষ্ঠান পর্ব। গুজরাতি খাবারের মাধ্যমে অন্নসেবা দিয়ে শুরু হয়েছে। যোগওয়াড গ্রামের প্রায় ৫১ হাজার মানুষের মুখে খাবার যোগান দিচ্ছেন অম্বানিরা। ইতিমধ্যেই জামনগের পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, মণীশ মলহোত্রা সহ বলিউড তারকারা।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular