বারুইপুর: সাত সকালে হাড়হিম করা খুন ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার (South 24 pargana) সাগরে (Sagar)। সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী-র গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ধারালো কাটারি দিয়ে স্ত্রীর-র গলা ও মাথায় একাধিকবার কোপ দেয় অভিযুক্ত স্বামী। খুনের পর সাইকেলে চেপে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী। গতকাল স্থানীয় বাজার থেকে শুকদেব কাটারি কেনে বলে দাবী এলাকাবাসীর। সাগরের ওসি শুভেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ (Police) বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহত ২৫ বছরের অনিমা মণ্ডল নাইয়া। অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বছর পাঁচেক আগে রায়দিঘির পূর্ব শিকারপুরের বাসিন্দা শুকদেবের সঙ্গে বিয়ে হয় সাগরের মুড়িগঙ্গা -১ গ্রাম পঞ্চায়েতের পাখিরলার বাসিন্দা অনিমার। দম্পতির বছর চারেকের সন্তানও আছে। এরমধ্যে বছর দুয়েক আগে শুকদেব দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে অনিমা ও শুকদেবের বিবাদ চরমে ওঠে। অনিমার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে। একমাত্র সন্তানকে নিয়ে রায়দিঘির শ্বশুরবাড়ি থেকে সাগরের বাপেরবাড়িতে চলে আসেন অনিমা। সম্প্রতি ছেলেকে নিজের কাছে নিয়ে যাওয়ার বাহানায় সাগরে এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করে শুকদেব। আজ সকালে অনিমা বাড়িতে একা ছিলেন। সেইসময় বাড়িতে ঢুকে ঘুমন্ত অনিমাকে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে শুকদেব। পরে জানতে পারেন প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: গাড়ি থেকে রাস্তায় টাকার বান্ডিল উড়িয়ে শাস্তির কোপে যুবক
আরও খবর দেখুন