Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসুষমা স্বরাজের কন্যা বাঁশুরি নতুন দিল্লি থেকে ভোটে লড়বেন
Bansuri Swaraj

সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি নতুন দিল্লি থেকে ভোটে লড়বেন

বিজেপির ঘোষণা করা প্রথম প্রার্থী তালিকায় বাঁশুরি স্বরাজের নাম

Follow Us :

নয়াদিল্লি: বিজেপিতে পরিবারতন্ত্রের ছায়া? এবার সুষমা স্বরাজের কন্যা সরাসরি ভোট ময়দানে নেমে পড়লেন। প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের (Sushma Swaraj) কন্যা বাঁশুরি স্বরাজ (Bansuri Swaraj) আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Vote) আত্মপ্রকাশ করতে চলেছেন। প্রার্থীদের প্রথম তালিকায় ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে যে শ্রীমতি স্বরাজ নতুন দিল্লি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাঁশুরি স্বরাজ বলেন, আমি জানি আমার মা (সুষমা স্বরাজ) এর আশীর্বাদ আছে। কিন্তু এই কৃতিত্ব বাঁশুরি স্বরাজের নয়, দিল্লি বিজেপির প্রতিটি কর্মীর। বাঁশুরি স্বরাজ একজন বিশিষ্ট আইনজীবী। গত বছর, বিজেপি তাঁকে বিজেপি দিল্লির আইনি সেলের সহ-আহ্বায়ক হিসাবে নিয়োগ করেছিল।

২০০৭ সালে দিল্লির বার কাউন্সিলে নথিভুক্ত হয়ে আইন পেশায় বাঁশুরি স্বরাজের ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।  ইংরেজি সাহিত্যে স্নাতক করার পর, তিনি  আইন ডিগ্রি অর্জন করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট ক্যাথরিন কলেজ থেকে মাস্টার্স অফ স্টাডিজ সম্পন্ন করেন।

আরও পড়ুন: বিয়ে করলেন অনুপম রায়

আসন্ন লোকসভা নির্বাচনে ৩৭০ টি আসন জয়ের লক্ষ্যে বিজেপি আজ ভোটের তারিখ ঘোষণা করার আগেই ১৯৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার গুজরাটের গান্ধীনগর থেকে প্রার্থী হবেন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular