কলকাতা: বিয়ে করলেন গায়ক অনুপম রায় (Anupam Roy) ও প্রস্মিতা পাল (Prosmita Pal)। মার্চের সন্ধ্যায় তাঁদের চার হাত এক হল। সাদামাঠাভাবেই তৃতীয় বিয়ে সারলেন গায়ক দম্পতি। অনুপম ও প্রস্মিতার আগামী জীবন সুখের হবে এমনই আশাপ্রকাশ করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া।
২০২১ সালে অনুপম রায়ের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। গত ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে সাংসদ জন বার্লার নাম কাটা, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
অনুপম ও প্রস্মিতার আলাপ অনেক দিনের। প্রথমে বন্ধুত্ব। তারপর সেখান থেকে প্রেম হয়। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়েটা সারলেন তাঁরা।
আরও খবর দেখুন