তমলুক: কেন্দ্রীয় সরকারের (Central Government) ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NSDC) কর্মসূচিতে ভুয়ো প্রতিষ্ঠান এবং ভুয়ো ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করে, বৃত্তি বাবদ কোটি টাকারও বেশি তছরূপের অভিযোগে গ্রেফতার হল পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা কুমারজিৎ সিনহা। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিজেপির একাধিক নেতৃত্বর সঙ্গে ছবি পোস্ট করেন কুমারজিৎ। এমনকী তাঁর ফেসবুক প্রোফাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তোলা ছবিও দেখতে পাওয়া যায়। কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর ভোট প্রচার সহ বিজেপির একাধিক কর্মসূচিতে তাঁকে বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছে। যদিও কুমারজিতের ফেসবুক প্রোফাইল থেকে পাওয়া এই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এহেন ব্যক্তিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করায় যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা কেন্দ্রের দায়িত্বে থেকে ও কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর নামে প্রতিষ্ঠান খুলে ভুয়ো ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করে কোটি টাকা দুর্নীতি করেছে কুমারজিত সিনহা। যার একটি সংস্থা ছিল কাঁথি শহরের রূপসী বাইপাস সংলগ্ন এলাকায়।
২৬ এপ্রিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের “ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং” বিভাগের জয়েন্ট ডিরেক্টর এবং জয়েন্ট অ্যপ্রেন্টিসশিপ উপদেষ্টা সুব্রত দাস লিখিত অভিযোগ করেন বিধান নগর পুলিশ কমিশনারেটের অধীনস্থ টেকনো সিটি থানায়। তিনি “কন্টাই পূর্ব সোশ্যাল অর্গানাইজেশন” নামে একটি সংস্থার বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের অভিযোগ আনেন। এরপর অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ।
আরও পড়ুন: পঞ্চম দফার ভোটে বাড়তি নিরাপত্তা
কুমারজিতের গ্রেফতারের ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি পন্ডা বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন, একটা চোরের সঙ্গে চোর থাকবে, এটা নিয়ে তো নতুন কোনও কথা নয়।
এ বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব মুখ না খুললেও কাঁথি পুরসভার কাউন্সিলর তথা বিজেপির কাঁথি নগর মন্ডলের সভাপতি সুশীল দাস স্বীকার করে বলেন, কুমারজিত প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র পরিচালনা করতেন এটা সঠিক কথা। তিনি আমাদের পার্টির সঙ্গে কোনওভাবে যুক্ত নয়। তিনি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রে একবার রক্তদান শিবির করেছিলেন আমরাও গেছিলাম।
আরও খবর দেখুন