কলকাতা: চার দিন ধরে নিখোঁজ থাকা ইঞ্জিনিয়ারিং (Engineering) পড়ুয়ার দেহ উদ্ধার পুকুর (Pond) থেকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল। মৃতের নাম অপ্রতিম দাস। ঘটনাটি নরেন্দ্রপুর থানা (Narendrapur PS) এলাকার ঢালিপাড়ায়। মৃতের বাড়ি মহামায়াতলায়। রবিবার দুপুরে পুকুরের মধ্যে তাঁর দেহ ভাসতে দেখা যায়। পুলিশ দেহ উদ্ধারে এলে সেখানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশকে মারধরেরও অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে অপ্রতিম চার দিন আগে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। রাতের ওই অনুষ্ঠান থেকে ফেরেননি তিনি। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসীর অভিযোগ, পুলিশকে নিখোঁজ হয়ে যাওয়ার পর জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। ওই বিক্ষোভের জেরে পুলিশের দেহ উদ্ধার করতে দেরি হয়।
আরও পড়ুন: জলপাইগুড়িতে নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সবরকম সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও খবর দেখুন