Placeholder canvas

Placeholder canvas
HomeScrollলোকসভা ভোটে ভিন রাজ্যে যাবে এখানকার পুলিশ
Loksabha Vote 2024

লোকসভা ভোটে ভিন রাজ্যে যাবে এখানকার পুলিশ

পশ্চিমবঙ্গের পুলিশ ভোটের কাজে যাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়ে

Follow Us :

কলকাতা: লোকসভা নির্বাচনে (Loksabha Vote) এই রাজ্য থেকে মধ্যপ্রদেশে, ছত্তিশগঢ়ে যাবে পুলিশ। নির্বাচন কমিশন (National Election Commission) জানিয়েছে, ভোটে মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়ে কাজ করবে পশ্চিমবঙ্গ পুলিশ। আপাতত রাজ্য থেকে ১৫ কোম্পানি পুলিশ বাহিনী যাবে দুই রাজ্যে। ৮ এপ্রিল থেকে তাদের ভোটের কাজ শুরু করে দিতে হবে। গত ২৩ মার্চ ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে চিঠিতে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। চিঠিতে ভোটের কাজে রাজ্যের পুলিশ বাহিনীকে ব্যবহার করার বিষয়ে কথা হয়ে থাকবে। রাজ্যের কোন কোন থানা থেকে পুলিশ নেওয়া হবে তার একটি নির্দেশিকা জারি হয়েছে বুধবার।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশে নির্বাচনের কাজে যাবে একটি টিএসি হেড কোয়ার্টার দল এবং পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী। ছত্তিশগঢ়ে যাবে দুটি টিএসি দল ও ১০ কোম্পানি পুলিশ বাহিনী। ছত্তিশগঢ়ের জন্য ব্যারাকপুর থেকে পাঁচ কোম্পানি, উত্তরবঙ্গ থেকে একটি টিএসি দল, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস থেকে এক কোম্পানি এবং কলকাতা পুলিশের একটি টিএসি দল, দুই কোম্পানি পুলিশ যাবে। মধ্যপ্রদেশে পাঁচ কোম্পানি পুলিশ যাবে দুর্গাপুর থেকে।

আরও পড়ুন: ইডির বাজেয়াপ্ত করা টাকা গরিবদের ফেরানো হবে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular