রায়পুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে (T20) বেশ কিছু পরিবর্তন ভারতীয় (India) দলে। টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার (Australia)। ভারতীয় স্কোয়াডে চারটি পরিবর্তন করা হয়েছে। দলে এসেছেন মুকেশ কুমার, দীপক চাহার, শ্রেয়স আইয়ার। এছাড়া ঈশান কিষাণের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে জিতেশ শর্মাকে।
ভারতের চূড়ান্ত একাদশ
যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়ার, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব(অধিনায়ক), জিতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, দীপক চাহার, আভেশ খান, মুকেশ কুমার
আরও পড়ুন: বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বেহালার ঈশান দাস
অস্ট্রেলিয়া দলেও হয়েছে পাঁচটি পরিবর্তন। দেখে নেওয়া যাক চূড়ান্ত একাদশ-
জস ফিলিপ, ট্রেভিস হেড, বেন ম্যাকডরমেট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, বেন ডোয়ারশুইস, ক্রিস গ্রিন, জেসন বেহরনডর্ফ, তনভীর সাঙ্ঘা
টসে জিতলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও বোলিং নিতেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে সিরিজে ২-১-এ এগিয়ে ভারত। এদিনই সিরিজ পকেটস্থ করতে মরিয়া ব্লু-ব্রিগেড।
আরও খবর দেখুন