Placeholder canvas
HomeBig newsনিষিদ্ধ হল ‘টাইগার-৩’

নিষিদ্ধ হল ‘টাইগার-৩’

এদিকে অগ্রিম বুকিং নিয়ে ঝড় অন্যদিকে ৩টি দেশেনিষিদ্ধ হতে চলেছে এই সিনেমা। যদিও এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি সিনেমার অভিনেতারা বা এর টিম। ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলছে সালমান খান আর ক্যাটরিনা কাইফের ‘টাইগার-৩’।যা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে মাতামাতির শেষ নেই। বিগত কয়েক ইদের সিনেমা ফ্লপের কারণে এবার ভাইজান বেছে নিয়েছেন দিওয়ালির উৎসবকে। কিন্তু শোনা যাচ্ছে, ৩টি দেশ যথা ওমান, কাতার এবং কুয়েতে ‘টাইগার-৩’ সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সেই দেশে থাকা সালমান খানের ভক্তরা আর দেখতে পারবেন না এ স্পাই থ্রিলার।

‘টাইগার-৩’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছিল ৫ নভেম্বর, সিনেমা মুক্তির ঠিক এক সপ্তাহ আগে। অগ্রিম টিকিট বুকিং অসাধারণ সাড়া ফেলেছে। সালমান খানকে নিয়ে ক্রেজ চোখে পড়ার মতো। সিনেমা বাণিজ্য বিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, সিনেমাটি মাত্র চার দিনে পিভিআর এবং সিনেপোলিসসহ জাতীয় চেইনগুলোতে ১ লাখ টিকিট বিক্রি হয়েছে।

‘টাইগার-৩’ টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। আসন্ন স্পাই-থ্রিলারে সালমান এবং ক্যাটরিনা অর্থাৎ টাইগার আর জোয়ার কেমিস্ট্রি, চোখ ধাঁধানো অ্যাকশন দেখতে পারবেন দর্শকরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments