skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollতৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বানারহাটে বন্ধ রাস্তার কাজ
Jalpaiguri Incident

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বানারহাটে বন্ধ রাস্তার কাজ

বানারহাটের শালবাড়ি -১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি এলাকার ঘটনা

Follow Us :

জলপাইগুড়ি: তৃণমূলের (TMC) বিরুদ্ধে দাদাগিরির ও জুলুমবাজির অভিযোগ। যার জেরে বন্ধ কোটি টাকার রাস্তার কাজ। তোলা না মেলায় বহিরাগতদের দিয়ে রাস্তার পেভার ব্লক তুলে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ । ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। বানারহাটের (Banarhat) শালবাড়ি -১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি এলাকার ঘটনা।

জানা গিয়েছে , দুরামারি বাজার থেকে পূর্বদুরমারি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পেভার ব্লক বিছিয়ে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। ঘটনার সূত্রপাত রাস্তায় পেভার ব্লক বিছানোকে ঘিরে। কাজ শুরু হতেই শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই। কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা এক গোষ্ঠীকে সমস্ত কাজের হিসেব বুঝিয়ে তাদের দায়িত্বে কাজ ছেড়ে দেওয়ায় অপর গোষ্ঠী কাজ বন্ধের জন্যে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে বলে অভিযোগ। ঠিকাদারি সংস্থা রাজি না হলে কাজ বন্ধ করে ভাঙচুর করে পেভার ব্লক তুলে ফেলে দেয় বলেই অভিযোগ কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা থেকে শুরু করে এলাকাবাসীর।

আরও পড়ুন: প্রচারে চমক দিচ্ছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুজাতা

কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার কর্মীর অভিযোগ, কাজ শুরুর পর তৃণমূলের লোকজন সেই কাজ বন্ধ করে দেয়। রাস্তার পেভার ব্লক ফেলে দেয়। প্রায় লক্ষাধিক টাকার ওপর এতে ক্ষতি হয়েছে। একই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য। তাঁদের দাবি, তৃণমূলের বহিরাগতরা এই কাজ ঘটিয়েছে ঠিকাদারের থেকে মোটা অংকের টাকা আদায় করতে। যেভাবে রাস্তার থেকে পেভার ব্লক তুলে ফেলে দিয়েছে রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সকলেই চাইছেন দ্রত সেই কাজ সম্পন্ন হোক । যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে শাসক দল।

যদিও এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular