বিজনফাঁড়ি: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের বিজনফাঁড়ির মোলবাগান এলাকা। ঘটনা জেরে আহত হয়েছেন এক মহিলা সহ আরও তিনজন। আহতদের মধ্যে মহিলাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও বাকিরা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজনবাড়ি এলাকার মোলবাগানে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহতদের অভিযোগ, তৃণমূলের আর এক পক্ষের বামেদের আশ্রিত বেশ কিছু গুণ্ডাবাহিনীর সঙ্গে মিলিত হয়ে আচমকাই তাঁদের উপর হামলা চালায়। এমনকী লাঠি, রড, তলোয়ার নিয়ে মারধর করা হয় বলে অভিযো। তাঁদের আরও অভিযোগ, এলাকায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ করেছিলেন বলে তাঁদের উপর চড়াও হয় ওই অপরপক্ষের লোকেরা।
আরও পড়ুন: সময় পেরিয়ে গেলেও ইডি দফতরে দেখা মিলল না শাহজাহানের
দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের চেহারা নেয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তৃণমূলের বেশ কিছু স্থানীয় নেতা টাকার বিনিময়ে চাকরি করে দিচ্ছেন। তারই প্রতিবাদ করেন তাঁরা। ঘটনা ঘিরে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দেখুন আরও অন্যান্য খবর: