হাবড়া: অশোকনগরে (Ashoknagar Murder) তৃণমূলের উপপ্রধানকে গুলি (TMC Leader Shot Dead) করে খুন। উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar Murder) গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বিজন দাস। রবিবার রাতে ওই তৃণমূল নেতা দলেরই এক সমর্থকের বাড়িতে ছিলেন। সে সময় এক দুষ্কৃতী ঘরে ঢুকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিনটি গুলি করে। বিজনের কানে এবং মাথায় গুলি লাগে। দ্রুত বারাসাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গুমায়।
সূত্রের খবর, রবিবার বিজন দাস নামে ওই তৃণমূলের উপপ্রধান (Trinamool Deputy Chief in Ashoknagar) দলেরই একজনের বাড়িতে ছিলেন। রাতের খাওয়া দাওয়ার পর নিচের ঘরে একা শুয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী এবং আরও কয়েক জনের সঙ্গে তাঁর বচসা হয়। বচসা চলাকালীন এক দুষ্কৃতী তৃণমূল নেতাকে গুলি করে। বিজনের মাথা ও কানে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজন পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকেই দলের অন্দরে গোষ্ঠীকোন্দল দানা বেঁধেছিল। তবে এই খুনের পিছনে কোনও গোষ্ঠীকোন্দলের জেরেই কী খুন না অন্য ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন তা তদন্ত করে দেখছে পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।