Placeholder canvas

Placeholder canvas
HomeScrollইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি তৃণমূলের
TMC Memorandum

ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি তৃণমূলের

তৃণমূলের দাবি, মাত্র ০.৪২ শতাংশ মামলার নিষ্পত্তি করেছে ইডি

Follow Us :

নয়াদিল্লি: আর্থিক সংবেদনশীল অঞ্চলে নজরদারির জন্য জেলা গোয়েন্দা কমিটি গড়েছে তৃণমূল (TMC)। আশঙ্কা হচ্ছে লোকসভা ভোটে কিছু অঞ্চলে টাকা আসতে পারে ভিন রাজ্য থেকে। টাকার লেনদেন হতে পারে বেআইনিভাবে। নজরদারির জন্য গঠিত কমিটিতে ইডির (ED) ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের। সোমবার তৃণমূলের সংসদীয় দল জাতীয় নির্বাচন কমিশনে (National Election Commission) স্মারকলিপি জমা দিয়েছে।

তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, সুখেন্দুশেখর রায়, সাকেত গোখলে, সাজদা আহমেদ। পুলিশ, আয়কর দফতর, শুল্ক, জিএসটি, ইডি আধিকারিকরা থাকেন ওই কমিটিতে। স্মারকলিপিতে কমিটিতে থাকা ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ৫ হাজার ৯০৬টি মামলা দায়ের করেছে ইডি। তার মধ্যে ১১৪২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। ০.৪২ শতাংশ মামলার নিষ্পত্তি করেছে ইডি। এরপরও জেলা গোয়েন্দা কমিটিতে ইডিকে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিটির আর্জি,  আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী যাতে আইন মেনে কাজ করে সেই বিষয়টি নিশ্চিত করুক জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন: আদালতের কারণেই শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, ফের দাবি তৃণমূলের

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular