কলকাতা: ফের মা হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবশেষে মিলল সুখবর। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সুস্থ রয়েছেন মা ও সন্তান।
তারকা দম্পতির এই পোস্টেই খুশির জোয়ার আসে অনুরাগী মহলে। টলিউডের তারকারাও জানান শুভেচ্ছা। এবার শুভেচ্ছার বন্যা নতুন অতিথির আগমনে।
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী৷ তার পর করোনা পরিস্থিতির সময় প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি৷ তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস, তা অনেকেই আন্দাজ করেননি।
অন্য খবর দেখুন: