Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনদশম অবতারের বিহাইন্ড দ্য সিন প্রকাশ সৃজিতের

দশম অবতারের বিহাইন্ড দ্য সিন প্রকাশ সৃজিতের

Follow Us :

‘২২ শে শ্রাবন’, ‘অটোগ্রাফ’, ‘দ্বিতীয় পুরুষ’ এবং ‘ভিঞ্চি দা’ দিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কে, ইন্ডাস্ট্রিকে তা বুঝিয়েছিলেন অনায়াসেই। ‘২২শে শ্রাবণ’-এর সিকুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ মুক্তির পরও নিজের উপস্থিতি জানান দেন পরিচালক। এরপর সেই সফল ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল বানিয়ে আবারও তাক লাগিয়ে দেন। গল্পের নাম ‘দশম অবতার, প্রেক্ষাপট ‘২২শে শ্রাবণ’-এর আট-ন’বছর আগের। সঙ্গে তিনি জুড়েছেন নিজের আর এক সফল ছবি ‘ভিঞ্চি দা’কেও।

আরও পড়ুন: ইম্ফলে বিয়ের আসরে রণদীপ

দুই মিলিয়ে তৈরি করেছেন বাংলার প্রথম কপ ইউনিভার্স। অপরাধ হচ্ছে স্লো-মোশনে। অপরাধী হাঁটছে স্লো-মোশনে। পুলিশ দৌড়চ্ছে স্লো-মোশনে। অপরাধীকে শাস্তি দিচ্ছে স্লো মোশনে। ওপেনিং দৃশ্য থেকে নায়ক-খলনায়কের এনট্রি সিন এবং তার পরেও প্রায় আধ ডজন দৃশ্য— সবই স্লো মোশনে। এবার সেই ছবিরই পর্দার পিছনের দৃশ্য দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments