Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরাহুল সম্পর্কে অশ্লীল মন্তব্য শুভেন্দুর, নিন্দায় তৃণমূলও

রাহুল সম্পর্কে অশ্লীল মন্তব্য শুভেন্দুর, নিন্দায় তৃণমূলও

থানায় থানায় বিরোধী নেতার বিরুদ্ধে এফআইআর কংগ্রেসের

Follow Us :

কলকাতা: রাহুল গান্ধী সম্পর্কে চূড়ান্ত অশ্লীল মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে রাহুলের ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুকে। প্রশ্ন শুনে বিরক্ত বিরোধী দলনেতা বলেন, গত চারদিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন। রাহুল গান্ধী (Rahul Gandhi), রাহুল গান্ধী। কে একটা হরিদাস পাল।….একটা। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে যে পার্টির কোনও অস্তিত্ব নেই, সেই পার্টির নেতা।

সম্প্রতি রাজনৈতিক নেতাদের মুখে অনেক কুকথা শোনা যায়। তাতে শাসক, বিরোধী কোনও দলই পিছিয়ে নেই। কিন্তু এদিন শুভেন্দু কংগ্রেস সাংসদ রাহুল সম্পর্কে যে শব্দটি ব্যবহার করেছেন, তা নিতান্তই অশ্লীল।
আবার তার নিন্দা করতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যা বলেছেন শুভেন্দু সম্পর্কে, তাও একইভাবে নিন্দনীয়। তৃণমূল রাহুলের পাশেই দাঁড়িয়েছে। শুভেন্দু যা বলেছেন, তার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে দিয়ে দেন কুণাল। তিনি লেখেন, কী ভাষা ব্যবহার করেছে গদ্দার। এটা কোন ধরনের সংস্কৃতি। বিজেপির দালালি করতে গিয়ে কংগ্রেস নেতারা এত নীচে নেমেছেন যে এর প্রতিবাদও করতে পারছেন না।

আরও পড়ুন: নরেন্দ্রপুরে স্কুলে এফআইআরভুক্ত সকলকে রাতের মধ্যে গ্রেফতারের নির্দেশ

কংগ্রেস অবশ্য জেলায় জেলায় শুভেন্দুর বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বহু থানায় কংগ্রেস এফআইআর দায়ের করেছে। লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) আসন রফা, রাহুলের ন্যায় যাত্রা প্রভৃতি নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের তিক্ততা চরমে পৌঁছেছে। এদিনও তৃণমূলের মুখপাত্র কুণাল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি কংগ্রেসের জাতীয় মিডিয়া সেলের মুখপাত্র জয়রাম রমেশকে পর্যন্ত আক্রমণ করতে ছাড়েননি। তবে শুভেন্দুর মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশেই দাঁড়িয়েছে। বিজেপি অবশ্য সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular