মালদহ: বেশ কয়েকবছর ধরেই জল (Water) কষ্টে ভুগছিলেন ভুটরি বনবস্তি এলাকার ৪৫টি পরিবার। এরপর তাদের সমস্যার কথা মাথায় রেখে সরকারি প্রকল্পের অধীনে সকল বাসিন্দার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন জেলা প্রশাসন। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Project) ভুটরি বনবস্তিতে (Vutri Basti in Alipurduar) প্রথম সরকারি জলের প্রকল্পের সুবিধা পেতে চলেছে এলাকার সমস্ত বাসিন্দারা, রাজ্য সরকারের উদ্যোগে জল জীবন মিশনের অধীনে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সকল বাসিন্দার বাড়ি বাড়ি জল পরিষেবা পৌঁছে যাবে। জলের পরিষেবা পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও।
আরও পড়ুন: শুভেন্দুই ষড়যন্ত্র করে কলকাঠি নাড়ছে, মন্তব্য মন্ত্রী শশীর
মঙ্গলবার এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন করেন আলিপুরদুয়ার পরিষদের সভাধিপতি। জলের পরিষেবা পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও। তাদের কথায়, জলের অনেক সমস্যা রয়েছে, এখনও কুয়োর জল পান করতে হচ্ছে বাসিন্দাদের, ফলে স্বাস্থেও প্রভাব পড়ছিল।বাড়ি বাড়ি সরকারি প্রকল্পের জল পৌঁছলে সত্যি সুবিধা হবে। এদিন জেলা পরিষদের সভাপতি ছাড়াও, ব্লক প্রশাসন ও অন্যান্য আধিকারিকরা এলাকায় গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের কথায়, জলের অনেক সমস্যা রয়েছে, এখনও কুয়োর জল পান করতে হচ্ছে বাসিন্দাদের, ফলে স্বাস্থেও প্রভাব পড়ছিল।বাড়ি বাড়ি সরকারি প্রকল্পের জল পৌঁছলে সত্যি সুবিধা হবে। এ বিষয়ে জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ‘এই প্রথম কালচিনি ব্লকের বনবস্তি এলাকার এই গোটা গ্রাম সরকারি প্রকল্পের জলের পরিষেবা পেতে চলেছে। আশা করছি আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সকল বাসিন্দার বাড়িতে জল পৌঁছে যাবে।আগামীতে অন্যান্য এলাকা যেখানে জলের সমস্যা রয়েছে, সেখানেই আমরা সমাধানের চেষ্টা করছি।’
অন্য খবর দেখুন