হরিয়ানা: সমাধানসূত্র খুঁজতে প্রয়াস নেওয়া হোক। কৃষক ধর্নার স্থান চিহ্নিত করা হোক। কৃষক আন্দোলন (Farmers Protest) প্রসঙ্গে হওয়া জনস্বার্থ মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court)। ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবিতে হওয়া আন্দোলন দিল্লিমুখী। যৌথ প্রয়াসে সমাধান সূত্র খুঁজে না পাওয়া পর্যন্ত আন্দোলনস্থল সরকার চিহ্নিত করে দিক। কেন্দ্রীয় সরকার সহ পাঞ্জাব-হরিয়ানা এবং দিল্লি সরকারকে নোটিশ আদালতের। দুটি জনস্বার্থ মামলার শুনানি। প্রথম, হরিয়ানায় আন্দোলনকারীদের ঢুকে পড়া রুখতে সীমান্ত বন্ধ করার বিরোধিতায় মামলা। দ্বিতীয়, আন্দোলনের নামে কেন্দ্রীয় ও রাজ্যের জাতীয় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ।
আরও পড়ুন: পঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষকদের উপর কাঁদানে গ্যাস
আদালত জানায়, দেশের নাগরিক হিসেবে আন্দোলন করার অধিকার সকলেরই আছে। তবে অন্যান্য নাগরিকদের জীবনযাপন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। সমস্যার সমাধান সূত্র খুঁজে পেতে সব পক্ষকে বসতে হবে। অভিমত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সিএস সান্ধ্যাওয়ালিয়া ও বিচারপতির লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। এই মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।
অন্য খবর দেখুন