সোনারপুর: নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার এক স্কুল শিক্ষিকা ৷ ঘটনায় গ্রেফতার স্কুল শিক্ষিকা (School Teacher)। ধৃত স্কুল শিক্ষিকার প্রেমিক কলকাতা মেট্রোতে (Kolkata Metro) কর্মরত ৷ ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে ফোন ৷ ধৄতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা সুদীপ্তা মিত্রের সঙ্গে একই স্কুলে পড়়াতেন নির্যাতিতা ৷ তিনি সার্ভেপার্ক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৄত সুদীপ্তা মিত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলকাতা মেট্রোরেলের কর্মী প্রসেনজিৎ রাউতের ৷ যিনি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা ৷ তিনজনেই মাঝেমধ্যে নানান জায়গায় ঘুরতে যেতেন ও খাওয়া দাওয়া করতেন ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, সুদীপ্তার ইন্ধনে নির্যাতিতার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে প্রসেনজিৎ ৷ জানা গিয়েছে, বেসরকারি স্কুলে পড়াতেন দুই শিক্ষিকা। সেখান থেকেই দু’জনের আলাপ। তারপর ঘনিষ্ঠতা বাড়ে উভয়ের মধ্যে। সুদীপ্তার মাধ্যমে প্রসেনজিতের সঙ্গে নির্যাতিতার আলাপ হয় ৷ নির্যাতিতাও প্রসেনজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ পরিকল্পনা করে নির্যাতিতাকে ফাঁসায়। প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিয়ো তুলে বারংবার ব্ল্যাকমেলের অভিযোগ।
আরও পড়ুন: মা-দাদাকে পিটিয়ে খুন, ধৃত যুবক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবতীর ইন্ধনে নির্যাতিতার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন ওই যুবক। অভিযোগ, প্রসেনজিৎ ও সুদীপ্তা দুজনেই উপস্থিত ছিলেন ৷ দুজনেই রাতে নির্যাতিতার বাড়িতে থেকে যাওয়ার পরিকল্পনা করেন ৷ রাত্রিবেলা নির্যাতিতার সঙ্গে ওই যুবক শারীরিক (Physical Assault) সম্পর্কে লিপ্ত হন। আর গোটা ঘটনার ভিডিয়ো করেন যুবকের প্রেমিকা তথা নির্যাতিতার বান্ধবী। সেই ভিডিও দেখিয়ে সুদীপ্তা ও প্রসেনজিত নির্যাতিতার কাছ থেকে ২০ লক্ষ টাকা নেন, এছাড়া সোনার গহনাও নেন বলে অভিযোগ ৷ ২০ লক্ষ টাকা দেওয়ার পরেও ফের ব্ল্যাকমেল করে টাকা চাওয়ায় নরেন্দ্রপুর (Narendrapur Physical Assault) থানার পুলিশের দারস্থ হন নির্যাতিতা ৷ ঘটনার তদন্তে নেমে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷
অন্য খবর দেখুন