Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাWorld Test Championship | রাহুলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা ক্রমশ বাড়ছে! 

World Test Championship | রাহুলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা ক্রমশ বাড়ছে! 

Follow Us :

কলকাতা: কে এল রাহুলের (KL Rahul) কপালটা বেশ চওড়া। শুনে অবাক লাগতে পারে। এই তো, ক্রমাগত ব্যর্থ হওয়ার পর সদ্যই শুভমানের গিলের (Shubman Gill) কাছে টেস্টের ওপেনিং স্পট হারিয়েছেন। হ্যাঁ, তা ঠিক, দীর্ঘতম ফর্ম্যাটে তিনি বাদ পড়েছেন। কিন্তু পরিস্থিতি আবার যেদিকে মোড় নিচ্ছে তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে সম্ভবত রাহুলই খেলবেন।

কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ইতিমধ্যেই রাহুলকে ফাইনালে খেলানোর পক্ষে সওয়াল করেছেন। এবার রবি শাস্ত্রীও (Ravi Shastri) তাঁর হয়ে ব্যাট ধরলেন। 

কিন্তু কেন আবার সুযোগ পেতে পারেন রাহুল?

প্রথমত, বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) কে এস ভরতের (KS Bharat) উইকেটকিপিং দেখে চোখ কপালে উঠেছে সবার। তিনি না পারেন স্পিন বোলিংয়ে কিপিং করতে, না পারেন পেস বোলিংয়ে। উমেশ যাদবের (Umesh Yadav) বলে যে ক্যাচ তিনি ছেড়েছেন তা একটা ১০ বছরের বাচ্চাও ধরে ফেলবে। আমেদাবাদের পাটা উইকেটেই যদি তাঁর এই দশা হয় তবে ইংল্যান্ডের ওভালে তিনি কী করবেন তা ভেবেই শিউড়ে ওঠার অবস্থা। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে রাহুল তাঁর কিপিং দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই ভরতের জায়গায় তাঁকেই হয়তো খেলানো হবে। 

আরও পড়ুন: IND vs AUS | বুলডোজার চালাল অস্ট্রেলিয়া, বিশাখাপত্তনমে ১০ উইকেটে হার ভারতের  

দ্বিতীয়ত, অনেকদিন ধরে রান না পেলেও এই রাহুল কিন্তু দক্ষিণ আফ্রিকা (South Africa), ইংল্যান্ডের (England) মতো কঠিন পরিবেশে বড় রান করেছেন। সে কারণেই তাঁর উপর এতদিন আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভরতের থেকে তিনি ব্যাট হাতে বেশি কার্যকর তা কেউ অস্বীকার করবে না। 

তৃতীয়ত, টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুরন্ত ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটার। যে পিচে সবাই খাবি খেল সেখানে ধৈর্য ধরে ম্যাচ বের করলেন, বোঝালেন নিজের গুণমান। গাভাসকর থেকে শাস্ত্রী, প্রত্যেকেই এই ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুধু মিচেল স্টার্ক (Mitchell Stark) নয়, সামলাতে হবে প্যাট কামিন্স (Pat Cummins), জশ হ্যাজেলউডদেরও। তাই ব্যাটিং গভীরতার প্রয়োজন, যা দিতে পারবেন রাহুল। 

প্রসঙ্গত, একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে বল নেন স্টিভ স্মিথ (Steve Smith)। ভারতকে ১১৭ রানে অল আউট করেন অজি বোলাররা। পাঁচ উইকেট নেন স্টার্ক। ব্যাট করতে নেমে মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের তাণ্ডবে রান উঠে যায় ১১ ওভারেই।       

RELATED ARTICLES

Most Popular