বিশাখাপত্তনম: সকালে জেমস অ্যান্ডারসনের (James Anderson) সুইং বোলিংয়ের জাদু দেখা গিয়েছিল। বিকেলে তাণ্ডব দেখালেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ছয় উইকেট নিলেন তিনি, এবং তাঁর আগুনে বোলিংয়েই ইংলিশ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে গেল। ১১৪ রানে দুই উইকেট থেকে ইংল্যান্ডের নবম উইকেট পড়ল ২৩৪ রানে। বুমরার শিকার হলেন জো রুট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলি এবং জেমস অ্যান্ডারসন।
ইনিংসের শুরুতে নতুন বলে বুমরা কিংবা মুকেশ কুমার, কেউই খুব একটা ছাপ ফেলতে পারছিলেন না। মুকেশকে তো জাক ক্রলি এবং বেন ডাকেট বেধড়ক মারছিলেন। ক্রলি অবশ্য অশ্বিন, কুলদীপ সবাইকেই বাউন্ডারি পাঠাচ্ছিলেন। কিন্তু অক্ষর প্যাটেলকে একটা ছয় মারার পরের বলে ফের ছয় মারতে গিয়ে আউট হয়ে যান। ৭৮ বলে ৭৬ করেন ক্রলি।
আরও পড়ুন: বোলারদের শচীন! অ্যান্ডারসন জাদুতে সম্মোহিত নেট দুনিয়া
বল কিছুটা পুরনো হতেই বুমরাকে আক্রমণে ফিরিয়ে আনেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রিভার্স সুইং পেতেই ভয়ঙ্কর রূপ ধারণ করেন ভারতীয় পেসার। প্রথমে রুট স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন, কিছুক্ষণ পরেই ঘাতক ইয়র্কারে পোপের স্টাম্প উপড়ে দেন। বুমরার পরের শিকার বেয়ারস্টো। তবে সবথেকে মূল্যবান অবশ্যই স্টোকসের উইকেট। বুমরার গুড লেন্থে পড়া বল আচমকা নিচু হয়ে যায়। ইংল্যান্ড অধিনায়ক সময়মতো ব্যাট নামাতে পারেননি, তাঁর অফস্টাম্প উড়ে যায়। ইংল্যান্ড ২৫৩ রানে অল আউট অর্থাৎ ভারত এগিয়ে ১৪৩ রানে। বলা বাহুল্য রোহিত শর্মারা ম্যাচে অনেকটা এগিয়ে গেলেন। তৃতীয় ইনিংসে ২৫০ করে দিলে ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে যাবে। এদিন বুমরার হাফডজনের পাশাপাশি তিন উইকেট নিলেন কুলদীপ যাদব। লাল বলেও নিজের কার্যকারিতা প্রমাণ করলেন তিনি।
আরও খবর দেখুন