Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসিরিজ জয় আর ভারতের মাঝে দূরত্ব ১৫২ রান
India vs England

সিরিজ জয় আর ভারতের মাঝে দূরত্ব ১৫২ রান

জয়ের দৌড়ে ভারতকে পিছন থেকে তুলে সামনে এনে বসিয়ে দিলেন দু’জন

Follow Us :

রাঁচি: দ্বিতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত। চতুর্থ ইনিংসে ভারতের জয়ের লক্ষ্য মাত্র ১৯২। তার ৪০ করে ফেলেছেন রোহিত শর্মারা (Rohit Sharma) তাও কোনও উইকেট না হারিয়ে। চতুর্থ দিন সকালে বাকি ১৫২ রান তুলতে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারত।

জয়ের দৌড়ে ভারতকে পিছন থেকে তুলে সামনে এনে বসিয়ে দিলেন দু’জন— রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অশ্বিন নিলেন পাঁচ উইকেট এবং কুলদীপ চারটি। ভারতীয় স্পিনারদের দাপটে তৃতীয় ইনিংসে ১৪৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

আরও পড়ুন: অনবদ্য জুরেল, ভারতের ইনিংস থামল ৩০৭ রানে

অবদান রয়েছে ধ্রুব জুরেলেরও (Dhruv Jurel)। কী মূল্যবান ইনিংসটাই না খেললেন তিনি। পাশে কাউকে পেলে হয়তো কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা করে ফেলতেন। তবে তাঁর ৯০ রানের ইনিংস সেঞ্চুরির মতোই দামি। দ্বিতীয় দিনের খেলা শেষ মনে হচ্ছিল ইংল্যান্ড অন্তত ১০০ রানের লিড রাখতে পারবে। সেটা কমে ৮৮তে দাঁড়াল জুরেলের দুরন্ত ব্যাটিংয়ে। ব্যাট হাতে অসাধারণ লড়াই করলেন কুলদীপও । ১৩১ বলে ২৮ রানের ইনিংস ভোলার নয়। জুরেলের সঙ্গে তাঁর ৭৬ রানের পার্টনারশিপই ভারতকে ম্যাচে ফেরাল।

ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে প্রাথমিকভাবে ধস নামান অশ্বিন। নতুন বলে তাঁর বোলিংয়ের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বেন ডাকেট, অলি পোপ এবং জো রুটকে দ্রুত ফেরান অশ্বিন। ভয়ঙ্কর হয়ে উঠছিলেন জাক ক্রলি। তাঁকে দুরন্ত ডেলিভারিতে বোল্ড করেন কুলদীপ। তৃতীয় ইনিংসে কোনও বলিষ্ঠ পার্টনারশিপ গড়তে পারেনি ইংলিশ ব্যাটাররা। অধিনায়ক বেন স্টোকসকেও (Ben Stokes) ফেরান চায়নাম্যান বোলার।

দেখুন অন্য খবর:

 

 

RELATED ARTICLES

Most Popular