ধরমশালা: ২০১৭ সালে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট হয়েছিল ধরমশালাতে (Dharamshala)। সেই ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। টসে জিতে ব্যাট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। দারুণ খেলছিলেন অজি ওপেনাররা, কোনও উইকেট না হারিয়ে ১৪৪ দেন তাঁরা। এরপর জাদু দেখান কুলদীপ। তাঁর চার উইকেটের জোরে অস্ট্রেলিয়া ৩০০ রানে অল আউট হয়ে যায়। সাত বছর পর ধরমশালায় যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হল।
আরও পড়ুন: ধরমশালা যেন লর্ডস, লাঞ্চে ইংল্যান্ড ১০০/২
জাক ক্রলি (Zak Crawley) এবং বেন ডাকেটের (Ben Duckett) ওপেনিং জুটি ভালোই খেলছিলেন। বিনা উইকেটে ৬৪ উঠে যায়। জাদেজারও আগে কুলদীপকে আক্রমণে আনেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ওভারেই ডাকেটকে তুলে নেন তিনি। এরপর যে গুগলিতে বোকা বানিয়ে স্টাম্প আউট করলেন অলি পোপকে। সেট হয়ে যাওয়া ক্রলিকে যে ডেলিভারিতে বোল্ড করলেন তা এই সিরিজের অন্যতম সেরা বল নিঃসন্দেহে। ১০০তম টেস্ট খেলা জনি বেয়ারস্টোকেও (Jonny Bairstow) ফেরালেন চায়নাম্যান বোলার।
4⃣th FIFER in Tests for Kuldeep Yadav! ? ?
What a performance this has been! ? ?
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @imkuldeep18 | @IDFCFIRSTBank pic.twitter.com/zVGuBFP92l
— BCCI (@BCCI) March 7, 2024
কুলদীপের পাঁচ নম্বর শিকার ইংলিশ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। যে মাঠে টেস্ট কেরিয়ারের শুরু সেটা আবারও পয়মন্ত হয়ে উঠল তাঁর কাছে। ১০০ রানে দুই উইকেট থেকে ইংল্যান্ড ১৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। একটা সময় মনে হচ্ছিল ৩০০-র বেশি করবে সফরকারী দল, এখনও ২৫০-ও বহু দূরের লক্ষ্য মনে হচ্ছে।
পুনশ্চ: কুলদীপের পাঁচ উইকেটের পাশাপাশি জো রুটের গুরুত্বপূর্ণ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা।
দেখুন অন্য খবর: