রাঁচি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশজুড়ে এখন এটাই বড় খবর, বাকি সমস্ত ইস্যু ব্যাকফুটে চলে গিয়েছে। ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের নামী মানুষজন আমন্ত্রিত হয়েছেন। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) আমন্ত্রিতদের তালিকায়। এবার তাতে সংযোজিত হলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতকে সবথেকে বেশি আইসিসি ট্রফি এনে দেওয়া অধিনায়ককে সোমবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচক কমিটিতে বদল, ছাঁটাই হবেন আগরকরের সহকারী
ইংরিজি নববর্ষ সেলিব্রেট করতে দুবাইয়ে গিয়েছিলেন ধোনি। ছুটি কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরে এসেছেন। ২৩ মার্চ শুরু আইপিএল ২০২৪ (IPL 2024), তার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। রাঁচিতে (Ranchi) ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তাঁকে নেট প্র্যাকটিস করতেও দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত মরসুমে হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন সিএসকে (CSK) অধিনায়ক। শুধু খেলেননি, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
MS Dhoni got the invitation for Ram Mandir pic.twitter.com/nNgtYvk9LX
— 𝐒𝐡𝐫𝐞𝐲𝐚𝐬𝐌𝐒𝐃𝐢𝐚𝐧™ (@Itzshreyas07) January 15, 2024
অনেকেই ভেবেছিলেন, এবার অবসর নেবেন মাহি। কিন্তু ভক্তদের খুশি করে আরও এক মরসুম খেলবেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার রাতেই আমেদাবাদ থেকে বিমান ধরে মুম্বই চলে যান ধোনি। লীলাবতী হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর রিহ্যাবও সম্পূর্ণ হয়েছে তাঁর। সম্ভবত খেলোয়াড় হিসেবে এটাই তাঁর শেষ আইপিএল। তাঁর ব্যাটে ঝড় আর উইকেটের পিছনে দাঁড়িয়ে মগজাস্ত্রের ব্যবহার দেখতে মুখিয়ে রয়েছে গোটা ভারত।
দেখুন অন্য খবর: