চেন্নাই: চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। নেতৃত্বের ভার তিনি তুলে দিয়ে গেলেন তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) হাতে। আইপিএল (IPL 2024) শুরুর আগের দিন এ যেন বোমা বিস্ফোরণের মতো।
সিএসকে-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “আইপিএল ২০২৪ শুরুর আগে নেতৃত্বের দায়িত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে হস্তান্তর করেছেন এম এস ধোনি। ঋতুরাজ ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এ পর্যন্ত ৫২টি আইপিএলের ম্যাচ খেলেছেন। এই মরসুমের দিকে তাকিয়ে রয়েছে দল।”
আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন এ আর রহমান
এই সিদ্ধান্তে একটা বিষয় মোটামুটি পরিষ্কার, ধোনির এটাই শেষ আইপিএল। তবে যেটা পরিষ্কার নয়, কেন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো সিনিয়র থাকতে গায়কোয়াড়কে নেতা হিসেবে বেছে নেওয়া হল।
Presenting @ChennaiIPL‘s Captain – @Ruutu1331 🙌🙌#TATAIPL pic.twitter.com/vt77cWXyBI
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
আর একটা বিষয়ে ধন্ধ লাগছে। ধোনির যদি এটা শেষ আইপিএলই হয় তাহলে অধিনায়ক হিসেবেই কেরিয়ার শেষ করা অনেক বেশি যথাযথ হত। দেশজুড়ে তাঁর কোটি কোটি ভক্ত কিন্তু চান ‘ক্যাপ্টেন কুল’ ক্যাপ্টেন হিসেবেই ক্রিকেট ছাড়ুক। কিন্তু তা হচ্ছে না।
সংশয় আছে আরও একটা বিষয় নিয়েও। ধোনি অধিনায়ক থাকলে নিঃসন্দেহে সব ম্যাচ খেলতেন। নেতৃত্ব ছাড়ার মানে কি সব ম্যাচে দেখা যাবে না তাঁকে? সবকিছুই ধোঁয়াশায়। আপাতত যেটুকু বোঝা গেল, শুক্রবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস করতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে।
দেখুন অন্য খবর: