Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsবিশ্বকাপ জিততে চাই, জানিয়ে দিলেন রোহিত শর্মা
Rohit Sharma

বিশ্বকাপ জিততে চাই, জানিয়ে দিলেন রোহিত শর্মা

ভালোই খেলছি, তাই ইচ্ছে আরও কয়েক বছর চালিয়ে যাওয়ার

Follow Us :

মুম্বই: ভারতীয় ক্রিকেটে এখন সবথেকে বড় প্রশ্ন, রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আর কতদিন দেশের হয়ে খেলবেন। জুন মাসে টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) খেলবেন কি না তাও এখনও নিশ্চিত নয়। রোহিত কিন্তু জানিয়ে দিলেন, তিনি আরও কয়েক বছর খেলতে চান, জিততে চান বিশ্বকাপ। তাঁর আশা, ভারত টি২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2025) ফাইনালে উঠবে।

বিশ্বখ্যাত গায়ক এড শিরান (Ed Sheeran) এবং সঞ্চালক-অভিনেতা গৌরব কাপুরকে এক সাক্ষাৎকারে রোহিত বললেন, “আমি অবসরের ব্যাপারে কিছুই ভাবিনি। তবে জীবন কোথায় নিয়ে যাবে তা জানি না। এখনও আমি ভালোই খেলছি, তাই ইচ্ছে আরও কয়েক বছর চালিয়ে যাওয়ার, আর তারপরে হয়তো অবসর। আমি ভীষণভাবে বিশ্বকাপ খেলতে চাই এবং আশাকরি ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠবে।”

আরও পড়ুন: কোহলিকে বাদ দিক বিসিসিআই, কেন বললেন ম্যাক্সওয়েল!

২০২৩-এর ওডিআই বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চোখ থেকে জল বেরোতে দেখা গিয়েছিল অধিনায়ক রোহিতের। এই সাক্ষাৎকারে উঠে আসে সেই প্রসঙ্গও। স্মৃতি রোমন্থন করতে গিয়ে রোহিত বলেন, “ফাইনালের আগে পর্যন্ত আমরা কী ভালো খেলেছিলাম। সেমিফাইনাল জেতার পর আমার মনে হয়েছিল, আর এক কদম ফেলা বাকি। আমরা সব ঠিক করছিলাম। এমন একটা কারণও আমার মাথায় আসেনি যার জন্য বিশ্বকাপ হারাতে পারতাম। কারণ আমরা সমস্ত বক্সে টিক দিয়েছিলাম, ভালো ক্রিকেট খেলছিলাম, আত্মবিশ্বাস ছিল।”

রোহিত আরও বলেন, “আমাদের সবার একটা খারাপ দিন আসতেই হত, মনে ওটাই (ফাইনাল) সেই খারাপ দিন ছিল। ফাইনালে আমরা খারাপ ক্রিকেট খেলেছি এরকম ভেবো না। কিছু কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular