নয়াদিল্লি: নস্টালজিয়ায় আচ্ছন্ন হল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবির। অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) যেন ফিরে এল নব্বইয়ের দশক কিংবা শূন্য দশকের শুরুর দিনগুলি। নেপথ্যে এককালের দুই মহারথী সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং রিকি পন্টিং (Ricky Ponting)। দিল্লির অনুশীলনে ব্যাট ধরলেন পন্টিং এবং তাঁকে বল করলেন সৌরভ।
নিজেদের কেরিয়ারে বহুবার মুখোমুখি হয়েছেন তাঁরা। এমনকী অধিনায়ক হিসেবে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেন ‘পান্টার’ ও ‘মহারাজ’। জোহানেসবার্গের সেই ম্যাচে দুরন্ত শতরান করে ছিলেন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়া মাত্র দুই উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল স্কোর খাড়া করে। কোটি কোটি ভারতীয় সমর্থকদের হৃদয় খানখান করে সৌরভরা হেরে যান ১২৫ রানে। অধিনায়ক নিজে করেন মাত্র ২৪।
আরও পড়ুন: গায়কোয়াড়কে গত মরসুমেই তৈরি থাকতে বলেন ধোনি!
90s kids unite ?#YehHaiNayiDilli #IPL2024 #SouravGanguly #RickyPonting | @RickyPonting | @SGanguly99 pic.twitter.com/CuQHqGdfPB
— Delhi Capitals (@DelhiCapitals) March 22, 2024
বিশ্বকাপ ফাইনাল ছাড়াও পন্টিং-সৌরভ দ্বৈরথ হয়েছে বহুবার। তার এক চিলতে স্মৃতি যেন ছলকে পড়ল রাজধানীর মাঠে। সৌরভ অবশ্য রান আপ নিয়ে বোলিং করেননি। এক জায়গায় দাঁড়িয়ে বল ছুড়ছিলেন, যাকে থ্রো-ডাউন বলে।
প্রসঙ্গত, গতবারের শোচনীয় ব্যর্থতার পর কামব্যাক করতে মরিয়া দিল্লি ফ্র্যাঞ্চাইজি। হেড কোচ পন্টিং এবং টিম ডিরেক্টর সৌরভের মূল্যবান অভিজ্ঞতা ঋষভ পন্থরা (Rishabh Pant) কতটা কাজে লাগাতে পারে সেটাই দেখার। বড় সুখবর এটাই যে, ১৪ মাস রিহ্যাবে থাকার পর সম্পূর্ণ সুস্থ ঋষভ। তিনিই অধিনায়কত্ব করবেন। মাসদুয়েক আগেও পন্টিং বলেছিলেন, ঋষভ হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না, খেললেও উইকেটকিপিং করবেন না। কিন্তু কিছুদিন আগে বিসিসিআই (BCCI) জানিয়ে দেয়, আইপিএল খেলার জন্য ১০০ শতাংশ ফিট ঋষভ।
দেখুন অন্য খবর: