সিডনি: অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝেই করোনা আক্রান্ত ট্রেভিস হেড। ফলে স্বভাবতই দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না বিশ্বকাপ ফাইনালের নায়ক। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পাওয়া উসমান খোয়াজা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে পাওয়া যাবে না ট্রেভিস হেডকে।
ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালে শতরান করেছিলেন হেড। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁর শতরানেই ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর কিছুদিন অফ ফর্মে ছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেন হেড।
অন্যান্য খবরের জন্য ক্লিক করুন: